ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪
নিম ফেইসপ্যাক

গরমে তৈলাক্ত ত্বকের জন্য নিম ফেইসপ্যাক

20Fours Desk | আপডেট : ২৪ জুন, ২০১৯ ০০:০৮
গরমে তৈলাক্ত ত্বকের জন্য নিম ফেইসপ্যাক

পড়েছে গরম আর গরমের এই তীব্র দাবদাহে বাহিরে বের হওয়া অনেক বেশি কষ্টসাধ্য। আর এই গরমে বাহিরে বের হলে সবথেকে বেশি সমস্যা দেখা দেয় তৈলাক্ত ত্বকের অধিকারীদের। কেননা এমনিতেই তাদের মুখের ত্বক থেকে তেল নিঃসরণ হয় গরমে তো কথাই নেই। সব ধরণের ত্বকে কম বেশি ব্রণ হয়ে থাকে। তবে তৈলাক্ত ত্বকের অধিকারীরা এই সমস্যায় বেশি ভুগে থাকেন। অন্য ত্বকের তুলনায় বাইরের ধুলোবালি তাদের ত্বকে বেশি জমা হয়। তাই এই ত্বকের প্রয়োজন হয় বাড়তি যত্নের। তাই আজকের লেখায় থাকছে এই গরমে তৈলাক্ত ত্বকের জন্য নিম ফেইস-প্যাক।


চলুন তাহলে জেনে নেওয়া যাক গরমে তৈলাক্ত ত্বকের জন্য নিম ফেইস-প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) নিম পাতা
(২) লেবুর রস

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) চারটি নিম পাতা কুচি করে সিদ্ধ করে বেটে নিন। এরপর এর সাথে এক চা চামচ  লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন।
(২) আপনার ত্বকে এই প্যাকটি ভাল করে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।


ব্রণ দূর করতে নিম অনেক কার্যকরী। এর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ দূর করে ত্বক পরিষ্কার করে থাকে। তাই এই গরমে আপনার তৈলাক্ত ত্বক শুষ্ক রাখতে এবং ব্রণ সমস্যা প্রতিকারে ব্যবহার করুন নিমের এই প্যাক।

উপরে