ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪
ফেসওয়াশ জেলের পরিবর্তে ওটসমিল

ফেসওয়াশ জেলের পরিবর্তে ব্যবহার করুন ওটসমিল

20Fours Desk | আপডেট : ১১ মার্চ, ২০১৯ ২৩:১৫
ফেসওয়াশ জেলের পরিবর্তে ব্যবহার করুন ওটসমিল

আমরা সাধারনত রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ জেল দিয়ে মুখ ধুয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন ফেস-ওয়াশ জেল ত্বকের জন্য ক্ষতিকর? মুলত  ফেস-ওয়াশ জেলে বেশিরভাগেই এমন কিছু উপাদান থাকে, যা ত্বকের ক্ষতি করে দেয় সেই সাথে নানাবিধ ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়িয়ে দেয়। আর তাই  আপনি চাইলে আপনার ত্বকের সুরক্ষায় রাতে ব্যবহার করতে পারেন ওটসমিল এর একটি প্যাক যা আপনার ত্বক রাখবে ভালো।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ওটসমিল এর প্যাকটি তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ওটসমিল
(২) অলিভ অয়েল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে ২ চামচ ওটসমিল ভালো করে গুঁড়ো করে নিন এবং তাতে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে একটি প্যাক তৈরি করে নিন।

(২) এই পেস্টটি মুখে লাগিয়ে কিছু সময় থাকার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্যস হয়ে গেলো আপনার রাতে বেলা ত্বকের যত্ন। ত্বক পরিষ্কার রাখতে বাস্তবিকই ওটসের কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে এই খাবারটিতে থাকা একাধিক উপকারি উপাদান একদিকে যেমন ত্বকে পুষ্টির ঘাটতি দূর করে, তেমনি ত্বকের উপরিঅংশে জমে থাকা মৃত কোষের আবরণকে সরিয়ে ফেলতেও বিশেষ ভূমিকা নেয়। ফলে ত্বকের বয়স তো কমেই, সেই সঙ্গে স্কিন পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে ওঠে।

উপরে