ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
শিশুর কান পাকার কারণ ও প্রতিকার

শিশুর কান পাকার কারণ ও প্রতিকার

20fours Desk | আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৩
শিশুর কান পাকার কারণ ও প্রতিকার

কান পাকা এই সমস্যাটি কমবেশি সবারই হয়ে থাকে। তবে শিশুদের বেশি হয়ে থাকে। আর কান পাকলেকান  খুবই কষ্ট হয়। তাই শিশুদের কান পাকলে অভিভাবকরা খুবই চিন্তায় পড়ে যান। তাই জেনে নিন, শিশুর কান পাকার কারণ ও প্রতিকারঃ

শিশুদের কান পাকার কারণঃ

১। শিশুদের কান পাকার অন্যতম কারন হলো কানে পানি ঢোকা। শিশুকে গোসল করানোর সময় অসতর্কভাবে কানে পানি ঢুকলে এ সমস্যা হতে পারে। তাই যে শিশুর এ সমস্যা হচ্ছে তাকে গোসল করানোর সময় কানে তুলা ভিজিয়ে গুঁজে রাখুন।

২। শিশুকে খাওয়ানোর সময় চিৎ করে শুয়ে খাওয়ালে কান পাকতে পারে। শুধু তাই নয়, এতে শিশুদের ঘন ঘন শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়। যেমন- সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি।

৩।  টনসিল বা এডেনয়েডের সার্জারির পরও জটিলতা হিসেবে কান পাকতে পারে।

কান পাকার লক্ষণঃ

১। প্রধান লক্ষণ কানে ব্যথা বা ভারি অনুভব হবে।

২। এরপর কান থেকে পুঁজ বা অন্য কোনো তরল বের হতে দেখা যাবে।

৩। বাচ্চারা ব্যথায় কান্নাকাটি বা চিৎকার করবে।

প্রতিকার ও প্রতিরোধ :

১। কান পরিষ্কার করার জন্য কটন বাড, কাঠি ইত্যাদি ব্যবহার করা যাবে না। অর্থাৎ কান খোঁচাখুঁচি করা যাবে না।

২। ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী  ব্যথানাশক ওষুধ খাওয়াতে হবে।

৩। বেশিদিন এ রোগে ভুগতে থাকলে এবং চিকিৎসা না করালে শিশু বধির হয়ে যেতে পারে।

উপরে