ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
পায়ের ফোসকা সারাতে কর্পূর

পায়ের ফোসকা সারাতে কর্পূর

20fours Desk | আপডেট : ২৯ অক্টোবর, ২০১৮ ০৭:৩৪
পায়ের ফোসকা সারাতে কর্পূর


নতুন জুতো পড়ে ফোসকা পড়ার সমস্যা কমবেশি সবারই দেখা যায়। কিন্তু তাই বলে তো আর জুতা পরা বন্ধ করা যায় না। নতুন জুতা পরে একটু হাঁটলেই গোড়ালি নয়তো পায়ের দু’পাশে ফোসকা পরবেই। আর ফোসকার যন্ত্রণায় একেবারে কাহিল অবস্থা। ওষুধপত্র দিয়ে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু ব্যথা কমতে লাগে ঢের দেরি। এরকম অবস্থা আমরা অল্প বিস্তর সবাই ভুগে থাকি। আজকে জানবো এই পায়ের ফোসকা সারাতে কর্পূর এর ব্যবহার।

চলুন তাহলে জেনে নেওয়া যাক পায়ের ফোসকা সারাতে কর্পূর এর ব্যবহারঃ

উপকরণঃ
১) নারকেল তেল
(২) কর্পূর

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) এক চামচ কর্পূরের সঙ্গে খানিকটা নারকেল তেল মিশিয়ে আপনার পায়ের ফোসকায় লাগিয়ে দিন৷

(২)  প্রতিদিন এই পদ্ধতিটি ব্যবহার করুন৷ এতে আপনার ফোসকা সারবে৷ জ্বালাও করবে না৷

এছাড়াও জুতা কেনার পরই নতুন জুতা হাতে নিয়ে, দুই জুতোর সোলকে একদিকে করে, অন্তত ১০ বার জুতোয় জুতোয় আঘাত করুন ৷ দেখবেন, জুতোটা কিছুটা হলেও হালকা হয়েছে। এতে করে ফোসকা পড়ার সম্ভবনা কম থাকে।

উপরে