ঢাকা, বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
মেকআপ ওঠানোর উপায়গুলো

সহজে ঘরোয়া পদ্ধতিতে মেকআপ ওঠানোর উপায়গুলো

20Fours Desk | আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০৭:৪০
সহজে ঘরোয়া পদ্ধতিতে মেকআপ ওঠানোর উপায়গুলো

মেকআপ এর ব্যবহার দিন দিন বেড়ে চলছে। নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য মেকআপের বিকল্প নেই।ঘর থেকে বের হলে প্রয়োজন হয় মেকআপ এর। সঠিকভাবে মেকআপ পরিস্কার না করলে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারে। মেকআপ তুলতে রাসায়নিক পদার্থ ব্যবহার না করে উচিত। ঘরোয়া কিছু পদ্ধতি দিয়ে আমরা মেকআপ মুক্ত হতে পারি। আর এই উপকরণগুলো আপনি হাতের কাছেই পাবেন।

আসুন জেনে নেই মেকআপ ওঠানোর ঘরোয়া পদ্ধতিগুলো সম্পর্কেঃ

১) মধু এবং বেকিং সোডাঃ

মধু ও সোডা দিয়ে সহজে আপনি মেকআপ তুলতে পারেন।একটি পরিস্কার কাপড়ে এক চামচ মধু এবং কিছু বেকিং সোডা নিন। এরপর এই মিশ্রণটি দিয়ে হাল্কাভাবে ঘসে মেকআপ ওঠিয়ে ফেলুন।

২) অলিভ অয়েলঃ

অনেক সময় মেকআপ ব্যবহারের পর ত্বকে অস্বস্তিবোধ হয়, এক্ষেত্রে অলিভ অয়েল দিয়ে আপনি সেটি তুলে ফেলতে পারেন।

৩) দুধঃ

তুলার বল দুধে ডুবিয়ে নিন। এরপর বলটি মুখে আলতো করে ঘসে মেকআপ ওঠিয়ে ফেলুন। পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

৪) ভ্যাসলিনঃ

চোখের সাজ তোলার জন্য ভ্যাসলিন ব্যবহার করা হয়। তবে আপনি যদি মুখের মেকআপ ওঠানোর জন্য এটি ব্যবহার করেন, তবে ত্বক থেকে ভালোভাবে ভ্যাসলিন মুছে ফেলুন।তা না হলে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে মুখে ব্রণ দেখা দিতে পারে।

৫) নারকেল তেলঃ

নারকেল তেল দিয়েও অতি সহজেই মেকআপ তোলা যায়। এক্ষেত্রেও ভালোভাবে মুখ থেকে তেল মুছে ফেলতে হবে।

উপরে