ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪
ঘরোয়া টুথ পেস্ট

দাঁত ঝকঝকে করার ঘরোয়া টুথপেস্ট

20Fours Desk | আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ১৬:২১
দাঁত ঝকঝকে করার ঘরোয়া টুথপেস্ট

সুন্দর ঝকঝকে সাদা দাঁত কে না পেতে যায়। আর তাই দাঁতের প্রতি আজকাল অনেক মানুষই সচেতন। কারণ দাঁত আমাদের দেহের এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যার দ্বারা ব্যক্তিত্ব প্রকাশ পায়। আপনি কথা বলছেন বা হাসছেন অথচ আপনার দাঁত হলুদ বা ঝকঝকে নয়। এমন অবস্থায় আমরা কতো ডাক্তার দেখিয়ে থাকি, দাঁতের ট্রিটমেন্ট নিয়ে থাকি কিন্তু তারপরেও দেখা যায় দাঁতের কোন উন্নতি নেই। কিন্তু আপনি যদি প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে ঘরেই দাঁত পরিষ্কার করার পেস্ট বানিয়ে নেন তা কিন্তু বেশ উপকারী হবে।  ভাবেছে ঘরে কিভাবে পেস্ট বানাবেন? চিন্তা নেই আমরা আপনার ভাবনা দূর করতে আজকে নিয়ে এসেছি দাঁত ঝকঝকে করার জন্য ঘরোয়া একটি পেস্ট।

চলুন তাহলে জেনে নেওয়া যাক দাঁত ঝকঝকে করার ঘরোয়া টুথ পেস্ট  তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) হলুদ গুঁড়া
(২) বেকিং সোডা
(৩) নারকেল তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটি পরিষ্কার পাত্রে ৪ চামচ শুকনো ঝরঝরে খাঁটি হলুদের গুঁড়ো নিয়ে নিন।

(২) এরপর হলুদের গুড়ার সাথে ২ চা চামচ বেকিং সোডা মিক্সড করে নিন।

(৩) এই পেস্টের সাথে ৩ চামচ খাঁটি নারকেল তেল মিক্সড করে নিন এরপর চামচ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে পেস্ট করে নিন এবং সংরক্ষন করে রাখুন।

ব্যস দেখলেন কতো সহজেই আপনি নিজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই টুথপেস্ট। তাহলে দেরি কিসের আজই ঝকঝকে সাদা দাঁত পেতে বাসায় করে নিন এই টুথ পেস্ট।

উপরে