ঢাকা, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
ব্রণের গর্ত দূর করা

ব্রণের গর্ত দূর করার জাদুকরী উপায়

Desk | আপডেট : ২২ অক্টোবর, ২০২০ ০৯:০৯
ব্রণের গর্ত দূর করার জাদুকরী উপায়

অনেকের কাছেই এটি বিশাল আতঙ্কের নাম। এমনকি ব্রণ সেরে উঠার পরও থেকে যায় এদের অবাঞ্ছিত দাগ। ব্রণের গর্তের দাগ ত্বকের সৌন্দর্য কমিয়ে দেয় অনেকটাই। অনেকেরই ব্রণের কাল দাগ চলে গেলেও রয়ে যায় অসুন্দর গর্তের দাগগুলো এবং সহজে যেতেও চায় না। আবার ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহার করাও সমীচীন নয়। তাইতো আজকের লেখায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ উপায়ে ব্রণের গর্ত দূর করার জাদুকরী উপায়।

আসুন তাহলে জেনে নেওয়া যাক ব্রণের গর্ত দূর করার জাদুকরী উপায়ঃ

উপকরণঃ
১। লেবুর রস
২। হলুদ।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। একটি পাত্রে এক চা চামচ লেবুর রস ও এক চা চামচ হলুদ নিন। কাঁচা কিংবা গুঁড়া যে কোনো হলুদই ব্যবহার করতে পারেন।
২। এবার এই দুটি উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন।
৩। এবার প্যাকটি মুখের সব জায়গায় সমান করে লাগান। ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ময়েশ্চারাইজার ক্রিম অথবা লোসন লাগিয়ে নিন।

প্যাকটি লাগিয়ে অর্থাৎ মুখে লাগানো অবস্থায় চুলার কাছে যাবেন না। হলুদ এবং লেবু দুটি উপাদানই ফটোসেন্সিটিভ উপাদান। তাই চেষ্টা করবেন প্যাকটি রাতে ঘুমানোর আগে লাগাতে। এটি আপনার স্কিনের লালচে ভাব, পোরস, ব্রণের গর্ত এবং র্যাশ দূর করতে খুবই কার্যকর।তিনদিন ব্যবহারের পর থেকেই পরিবর্তন বুঝতে পারবেন।

উপরে