ত্বক টানটান রাখতে চকলেট ও ওটমিলের প্যাক

কেবল খাদ্য নয়, রূপচর্চায় দারুণ কার্যকরী একটি উপাদান চকলেট। ত্বক টানটান রাখতে নিয়মিত ব্যবহার করতে পারেন চকলেটের ফেসপ্যাক। এটি ত্বক উজ্জ্বল ও কোমল করে।ভাবছেন কিভাবে করবেন চকলেটের প্যাক? চিন্তা নেই আজকের লেখায় আমরা আপনাদের জানাবো ত্বক টানটান রাখতে চকলেট ও ওটমিলের প্যাক তৈরির উপায়।
আসুন তাহলে জেনে নেওয়ান যাক ত্বক টানটান রাখতে চকলেট ও ওটমিলের প্যাক তৈরির উপায়ঃ
উপকরণঃ
১। চকলেট
২। ওটমিল
৩। দুধ
৪। লেবুর রস।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। এক চা চামচ ওটমিলের সঙ্গে মেশান ৫ চা চামচ তরল ডার্ক চকলেট।
২। এর সঙ্গে সামান্য দুধ আর অর্ধেক লেবুর রস দিয়ে প্যাক তৈরি করুন।
৩। প্যাকটি ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে সামান্য পানির ঝাপটায় ত্বক ভিজিয়ে ম্যাসেজ করে ধুয়ে ফেলুন।
এভাবে নিয়ম করে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। আর সহজেই পেয়ে যান টানটান ত্বক।