হাঁটু-কনুইয়ে কালচে দাগ দূর করতে দইয়ের প্যাক
হাঁটু-কনুইয়ে কালচে দাগ দূর করতে দইয়ের প্যাক

অনেকেই হাঁটু ও কনুইয়ের ত্বক কালচে হওয়ার সমস্যায় ভোগেন। পায়ের গোড়ালির উপরেও অনেক সময় এ সমস্যা দেখা যায়। নানা ধরনের ক্রিম-লোশন ব্যবহার করেও এ সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না।তাই প্রয়োজন বাড়তি যত্নের। আজকের লেখায় আমরা তাই আপনাদের জানাবো হাঁটু-কনুইয়ে কালচে দাগ দূর করতে দইয়ের প্যাকের ব্যবহার।
আসুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক হাঁটু-কনুইয়ে কালচে দাগ দূর করতে দইয়ের প্যাকের ব্যবহার পদ্ধতিঃ
উপকরণঃ
১। দই
২। ভিনেগার।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। পরিমাণমত দইয়ের সাথে ভিনেগার মিক্সড করে একটি প্যাকের মত তৈরি করে নিন।
২। এবার এই প্যাকটি হাঁটু-কনুইয়ের কালো অংশে লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।
দইয়ের সঙ্গে ভিনিগারের মিশ্রণও ম্যাজিকের মতো কাজ করে।বেশ কয়েকদিন ব্যবহার করলে কালো দাগ দূর হবে।তাহলে দেরি কেনো আজ থেকেই ব্যবহার শুরু করে দিন।