ত্বকের যত্নে গোলাপজলের বরফ

শরীরের কোথাও ব্যথা পেলে আমরা সাধারণত বরফ ব্যবহার করি। তবে ত্বক উপযোগী উপাদান বরফ বানিয়ে ত্বকে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। ত্বকে বরফ ব্যবহারে অনেক উপকার পাওয়া যায়। বরফ ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, বাড়তি তেল শুষে নেয়, ব্রণ কমায় এবং উন্মুক্ত লোমকূপের সমস্যাও দূর করে। এ ছাড়া ত্বক সতেজ রাখার পাশাপাশি চোখের চারপাশের ফোলাভাব কমায়।তাইতো আজকের লেখায় আমরা আপনাদের জানাবো ত্বকের যত্নে গোলাপজলের বরফ ব্যবহার পদ্ধতি।
আসুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের যত্নে গোলাপজলের বরফ এর ব্যবহার পদ্ধতিঃ
উপকরণঃ
১। গোলাপ জল
২। পানি।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে এক কাপ গোলাপ জলের সঙ্গে সমপরিমাণ পানি মিশিয়ে একটি পাত্রে রেখে সেটা ডিপ ফ্রিজে রেখে বরফ বানিয়ে নিন।
২। এবার বরফ হয়ে গেলে সেটা নিয়মিত ত্বকে ব্যবহার করুন।
এতে ত্বকের পিএইচের ভারসাম্য রক্ষা করে এবং বাড়তি তেল শুষে নেয়। গোলাপজল সব ধরনের ত্বকে ব্যবহার করতে পারেন।