ঘরোয়া উপায়ে চাল দিয়ে তৈরি লোশন | 20fours
logo
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ ১৫:৫৪
ঘরোয়া উপায়ে চাল দিয়ে তৈরি লোশন
ঘরোয়া উপায়ে চাল দিয়ে তৈরি লোশন
Desk

ঘরোয়া উপায়ে চাল দিয়ে তৈরি লোশন

কি ভাবছেন শুধু শুধু বাড়িতে বডি লোশন কেন বানাতে যাব রে বাবা?  বাজারে তো রয়েছেই। হ্যাঁ সে তো আছেই। কিন্তু বাজারের ওই বডি লোশনগুলো কি সত্যি আপনার স্কিনকে সারাদিন হাইড্রেট রাখে? আর তাছাড়া এতো সহজেই চাল দিয়ে তৈরি লোশন কি বাজারে পাবেন?
চিন্তা নেই তাই, আজকের লেখায় আময়া আপনাদের জানাবো ঘরোয়া উপায়ে চাল দিয়ে লোশন তৈরির উপায়।

আসুন আহলে জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে চাল দিয়ে লোশন তৈরির উপায়ঃ

উপকরণঃ
১। চাল
২। অ্যাসেন্সিয়াল অয়েল
৩। ভিটামিন ই তেল।

তৈরি পদ্ধতিঃ
১। প্রথমে পরিষ্কার পানি দিয়ে চাল ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পানি ফুটতে দিন। সেখানে কিছু চাল দিয়ে সেদ্ধ করে নিন যতক্ষণ না তা নরম হয়ে গলে যায়।
২। এটি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে পেস্টের মতো তৈরি করে নিন।এই পেস্টে কয়েক ফোঁটা অ্যান্টি-এজিং প্রোপার্টিযুক্ত ভিটামিন ই তেল মেশান।
৩। এবার  সুগন্ধ যোগ করতে আপনি যেকোনো অ্যাসেন্সিয়াল অয়েল কয়েক ফোঁটাও মেশাতে পারেন।
৪। সব উপকরণ মেশানো হয়ে গেলে একটি কাচের জারে ঢেলে ফ্রিজে রেখে দিন। রেফ্রিজারেটেড অবস্থায় এই লোশন চারদিন পর্যন্ত থাকতে পারে।

প্রতিদিন পরিষ্কার ত্বকে এই লোশন ব্যবহার করুন, নরম ও কোমল স্কিনের অধিকারী হোন।