
সঠিক পরিচর্যার অভাব, ধুলাবালি, দূষণ ও অযত্নে ত্বক হয়ে পড়ে নির্জীব। একই সঙ্গে হারিয়ে যায় ত্বকের উজ্জ্বলতা।এ ক্ষেত্রে ঘরোয়া উপায়ে তৈরি ফেস প্যাকের সাহায্যে প্রাকৃতিকভাবে ত্বক রাখতে পারেন পরিষ্কার ও প্রাণবন্ত।
তাইতো আজকের লেখায় আমরা আপনাদের জানাবো ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে চালের আটা ও দুধের প্যাক এর ব্যবহার।
আসুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ত্বক ভেতর থেকে পরিষ্কার করতে চালের আটা ও দুধের প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
১। চালের আটা
২। দুধ
৩। মধু।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
সমপরিমাণ চালের আটা ও দুধ মিশিয়ে নিন। ১ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক ভেতর থেকে পরিষ্কার করবে এই প্যাক।