ঢাকা, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার

অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কুফল

Desk | আপডেট : ২ আগস্ট, ২০২০ ১২:৩৬
অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কুফল

বিশ্বে চলতে থাকা কোভিড–১৯ মহামারিতে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে হ্যান্ড স্যানিটাইজার। অন্য দু’‌টি গুরুত্বপূর্ণ জিনিস হল মাস্ক ও সামাজিক দুরত্ব। প্রায় অনেকদিনই হয়ে গেল বাধ্যতামূলক হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। এগুলি জীবাণু ও ব্যাকটেরিয়া মোকাবিলায় কর্যকর। অতিরিক্ত ব্যবহাররে ফলে ভালো ব্যাকটেরিয়াও নাশ হয়ে যেতে পারে।
মেডিক্যাল রিপোর্টে বলা হয়েছে যে অ্যালকোহল রয়েছে এমন স্যানিটাইজারগুলি রোগের বিস্তার দূরীকরণে সহায়ক। যদিও দাবি করা হয়েছে যে ওই একই জিনিস যদি অতিরিক্ত ব্যবহার করা হয় তবে হতে পারে নানান সমস্যা।

আজকের লেখায় মুলত আমরা আপনাদের জানাবো অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কুফলঃ

১. হ্যান্ড স্যানিটাইজার অ্যান্টিসেপটিক ধরনের পণ্য। এর অতিরিক্তি ব্যবহারে ত্বকে সমস্যা তৈরি হয়। ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে চুলকানি ও অ্যালার্জির সঙ্গে একজিমা পর্যন্ত হতে পারে।

২. অ্যালকোহল ভিত্তিক এমন কিছু হ্যান্ড স্যানিটাইজার রয়েছে যা ট্রাইক্লোসান বা ট্রাইক্লোকার্বান নামে একটি অ্যান্টিবায়োটিক যৌগ নিয়ে গঠিত। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, ট্রাইক্লোসান স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এর অত্যাধিক ব্যবহারের ফলে উর্বরতা, ভ্রূণের বিকাশ বাধাগ্রস্ত হয়। কখনও কখনও অ্যাজমার সমস্যাও তৈরি করে।

৩. হ্যান্ড স্যানিটাইজারে উপস্থিত ট্রাইক্লোসান হরমোনের সমস্যাও সৃষ্টি করে। ব্যাক্টেরিয়াগুলি অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যায়, যা  অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী স্ট্রেন তৈরি করে।

৪. হ্যান্ড স্যানিটাইজারে থাকা ট্রাইক্লোসান মানবদেহের প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দেয়। ফলে মানবদেহ অ্যালার্জির জন্য আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে।

৫.খুব বেশি সুগন্ধযুক্ত হ্যান্ড স্যানিটাইজারে ফ্যাটিলেটস এবং প্যারাবেন্সের মতো বিষাক্ত রাসায়নিক থাকায় প্রজনন ক্ষমতা কমে যেতে পারে। এমনকী শারীরিক বৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

৬.অনেক হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল খুব উচ্চ মাত্রায় থাকায় বিষক্রিয়ার ঘটনা ঘটতে পারে। যেহেতু স্যানিটাইজারগুলি হাতের কাছে সহজেই পাওয়া যায়, অনেকেই আত্মহত্যার মানসিকতা নিয়ে বা ভুলক্রমে এটা সেবন করতে পারে।

উপরে