ঢাকা, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
মানসিক চাপ কমাতে রিলাক্স স্পা

করোনার মানসিক চাপ কমাতে বাড়িতেই রিলাক্স স্পা

Desk | আপডেট : ২ আগস্ট, ২০২০ ১২:৩১
করোনার মানসিক চাপ কমাতে বাড়িতেই রিলাক্স স্পা

করোনার মানসিক চাপ, সব সময় সংক্রমণের আতঙ্ক অথবা মাত্রই মহামারি ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। শরীর থেকে বিদায় হয়েছে করোনা, কিন্তু রেখে গেছে রাজ্যের ক্লান্তি, দীর্ঘ অসুস্থতা কাটিয়ে রয়েছেন অবসাদে। আর এই অবসাদ দূর করতে বাড়িতেই করতে পারেন রিলাক্স স্পা। বডি স্পাতে ডিপ টিস্যু মাসাজের মাধ্যমে শরীরের ক্লান্তি দূর হয় ও রক্ত সঞ্চালন ভালো হয়। বডি স্পা করলে মনের নানা টেনশন দূর হয়ে মন প্রফুল্ল হয়।আর শরীর-মন রিল্যাক্সমেন্টের জন্য বডি স্পা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ও প্রচলিত একটি উপায়।
তাই আজকের লেখায় আমরা আপনাদের জানাবো করোনার মানসিক চাপ কমাতে বাড়িতেই রিলাক্স স্পা করার পদ্ধতি।

আসুন তাহলে জেনে নেওয়া যাক করোনার মানসিক চাপ কমাতে বাড়িতেই রিলাক্স স্পা করার পদ্ধতিঃ
১। সব কাজ গুছিয়ে নিজের জন্য দু’ঘণ্টা সময় বের করুন। গোসলের পানি হালকা গরম করে নিন।
২। সফট মিউজিক চালিয়ে দিন। গোলাপ জলে তুলার প্যাড ডুবিয়ে ফ্রিজে ঠান্ডা হতে দিন।
৩। প্রথমে হালকা গরম পানিতে এক চামচ বাথ সল্ট বা এক চামচ নরমাল লবণ দিয়ে পা ডুবিয়ে বসুন কিছুক্ষণ।  
৪। পায়ের ব্যথা দূর হবে। এই সময়ে তুলার প্যাড বের করে চোখের পাতায় দিয়ে রাখুন
৫। শরীরে সুগন্ধি সাবান ও লুফা দিয়ে ঘষে ঘষে মরা চামড়া তুলে নিন।
৬। বেশ একটু সময় নিয়ে বাথরুমের ঝরনার পানিতে গোসল করুন।
৭। বাথটাব থাকলে তো কথাই নেই, হালকা গরম পানিতে ফোম বাথ নিতে পারেন।
৮। গোসল শেষে পরিষ্কার নরম তোয়ালেতে গা হালকা করে মুছুন।
৯। এবার ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান।  

অনুভব করুন, কেমন ফুরফুরে লাগছে। ওহ, এই পুরো সময়টা একা থাকতে হবে কিন্তু। বাড়ির সবাইকে আগেই বলে দিন এ সময় যেন কেউ ডাকাডাকি না করেন৷ আর হাতের ফোনটিও বন্ধ করে দিন আপাতত। 

উপরে