ঢাকা, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
কাঁচির ধার বাড়াতে

কাঁচির ধার বাড়াতে যা করবেন

Desk | আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৪৯
কাঁচির ধার বাড়াতে যা করবেন

কাজের প্রয়োজনে বা শখের কোনো কাজে সবসময় আমরা কাঁচি ব্যবহার করি। কিন্তু বারবার ব্যবহারে কাঁচির ধার চলে যায় খুব সহজেই। তাই কিছুদিন পরপর পুরনো কাঁচিবদলায়ে নতুন কাঁচির কিনতে হয়। অথচ ঘরোয়া কিছু উপায়ে হাতের কাছে থাকা খুব সাধারণ কিছু দিয়ে অনায়াসেই ধার করে নেয়া যায় কাঁচিগুলো।আজকের লেখায় তাই আমরা আপনাদের জানাবো কিভাবে ঘরোয়া উপায়েই সহজেই ধার করে নিতে পারেন কাঁচি।

আসুন তাহলে জেনে নেওয়া যাক কাঁচির ধার বাড়াতে যা করবেনঃ

১। প্রথমে শিরিষ কাগজ ভাগ করে ৪ টুকরো করে নিন।একটি কাগজ দিয়ে ২০ থেকে ৩০ বার সান বা ধার দেওয়া যায়।
২।  তবে খেয়াল রাখবেন শিরিষ কাগজ যেন ওয়াটার প্রুফ হয়। একটি স্কেলে শিরিষ কাগজ পেঁচিয়ে নিন। এরপর সামান্য সময়ের জন্য পানিতে ভিজিয়ে রাখুন।
৩। এবার ভেজা শিরিষ কাগজে কাঁচির কোণার অংশ ঘষতে থাকুন। সময় নিয়ে বার বার ঘষুন, যতক্ষণ না চকচকে না হয়।
৪। একটু পর পর কাঁচি পানিতে ভিজিয়ে নেবেন। সান দেওয়া শেষ হলে একটি কাপড়ে সেলাই মেশিনের তেল নিয়ে কাঁচিতে মুছে নিন। তাহলে কাঁচিতে আর জং ধরবে না।

উপরে