ঢাকা, শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
দাঁতকে ঝকঝকে সাদা করবে লেবু পাতা

দাঁতকে ঝকঝকে সাদা করবে লেবু পাতা

Desk | আপডেট : ২৪ আগস্ট, ২০২০ ২৩:২২
দাঁতকে ঝকঝকে সাদা করবে লেবু পাতা

দাঁত সৌন্দর্যের একটি অংশ। সুন্দর দাঁত মানেই সুন্দর হাসি। আর এই সুন্দর দাঁত কে না চায়। কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের কারণে সুন্দর দাঁত পরিণত হয় অসুন্দর ও নোংরাতে। মাড়ি থেকে রক্ত পরা থেকে শুরু করে, দাঁত হলদে হয়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে হয়।
দাঁতে হলুদ বা কালো দাগ হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে তা দূর করার চেষ্টা করতে হবে।তাইতো আজকের লেখায় জানাবো দাঁতের হলদেভাব দূর করে দাঁতকে সাদা ঝকঝকে করতে লেবু পাতার ব্যবহার পদ্ধতি।

আসুন তাহলে জেনে নেওয়া যাক দাঁতকে সাদা ঝকঝকে করতে লেবু পাতার ব্যবহার পদ্ধতিঃ

উপকরণঃ
১। লেবু পাতা
২। বেকিং সোডা।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। কয়েকটি লেবু পাতার সঙ্গে পরিমাণ মতো বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
২। এরপর সেই পেস্ট দিয়ে দাঁত মাজুন।

মাত্র এক সপ্তাহ এটি করলেই হলদেটে দাঁতের সমস্যায় উপকার পাবেন।

এছাড়া লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি। করোনার এই সময়ে ডাক্তাররা লেবু খাওয়ার উপর জোর দিচ্ছেন। তবে লেবু নয়, লেবুর পাতাও অনেকাংশে উপকারি আমাদের স্বাস্থ্যের জন্য।

উপরে