ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার টিপস

সাইলেন্ট মোডে থাকা মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার টিপস

20fours Desk | আপডেট : ২২ জানুয়ারি, ২০১৯ ১২:৪৪
সাইলেন্ট মোডে থাকা মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাওয়ার টিপস

মোবাইল ফোন আজকাল আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। তবে কোন মিটিং বা বড় বড় কাজ করতে গেলে আমাদের মোবাইল ফোলনটি সাইলেন্ট মোডে করতে হয়। আমাদের মোবাইল সাধারনত কাছে-পিঠে কোথাও হারিয়ে গেলে অন্য কোনও ফোন থেকে নিজের নম্বরটি ডায়াল করে সেই ফোনকে খুঁজে পাওয়ার সহজতম পন্থা। মোবাইলটি বাজতে শুরু করলেই সেই আওয়াজ অনুসরণ করে সহজেই আমরা মোবাইল খুঁজে পাই। কিন্তু ফোন যদি সাইলেন্ট মোডে থাকে তাহলে খুঁজে পাবেন কিভাবে? জেনে নিন কিছু টিপসঃ

১। প্রথমে অন্য কোনও মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।

২। সেখানে সার্চ বারে লিখুন ‘ফাইন্ড মাই ফোন’।

৩। এরপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

৪। নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।

৫। এর পর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।

৬। এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুন।

৭। আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।
এ বার এই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বার করা তো কোনও ব্যাপারই নয়।

এই একই পদ্ধতিতে আপনি আপনার হারানো অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পেতে পারেন। তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা এই যে, আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নতুবা এই পদ্ধতিতে হারানো মোবাইল খুঁজে পাবেন না।

উপরে