ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ফেসবুক অ্যাকাউন্ট

ফেসবুক অ্যাকাউন্ট সহজেই স্থায়ীভাবে ডিলিট করুন

20Fours Desk | আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ২৩:৪০
ফেসবুক অ্যাকাউন্ট সহজেই স্থায়ীভাবে ডিলিট করুন

আজকাল কমবেশি সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে। কারো কারো আবার একাধিক অ্যাকাউন্টও রয়েছে। এ একাউ্নট নিয়ে বিপদে পড়েছেন? কোনো কারণে হয়তো আপনার ফেসবুক ডিলিট করতে চাচ্ছেন। আমরা অনেকেই হয়তো জানি না, কীভাবে ফেসবুক ডিলিট করতে হয়। একারণে অনেকে কেবল ফেসবুক ডি-একটিভ করে রাখেন।

শর্টকাট পদ্ধতিকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পদ্ধতি আসুন জেনে নিই ।

প্রথমে ব্রাউজার এ যান। তারপর ফেসবুক এ লগ ইন করুন।

তারপর ব্রাউজারের এড্রেস বার লেখুন-

www.facebook.com/help/delete_account

তারপর এন্টার চাপুন-

তারপর delete my account এ ক্লিক করুন। তাপর ok দিন।

এখন একটি বক্স আসবে সেখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দেবেন আর মাঝখানে যে কেপচা লেখা আছে সেটা নিচে লেখবেন।

তারপর আবার delete my account এ ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ

এখন আপানার অ্যাকাউন্ট ১৪ দিন পর বন্ধ হবে আর আপনি যদি এই ১৪ দিন এর ভেতরে ফেসবুক লগইন করেন তাহলে আপনার ফেসবুক আবার চালু হয়ে যাবে।

উপরে