ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
এসএসসি নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট

এসএসসি নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট: জীববিজ্ঞান - ০১

20fours Education | আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৮ ০৯:৪৬
এসএসসি নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট: জীববিজ্ঞান - ০১

সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা,
শুভেচ্ছা নিয়ো।আশা করি ভালো আছ আর তোমাদের পরীক্ষার প্রস্তুতিও ভালো হয়েছে। আজ তোমাদের জন্য  জীববিজ্ঞান  থেকে ১টি নৈর্ব্যক্তিক মডেল টেস্ট দেওয়া হল।

 

১. বিবর্তনে প্রকৃতির ভূমিকা ব্যাখ্যা করেন কে?
ক) গ্রেগর জোহান মেন্ডেল
খ) থিওডোর সোয়ান
গ) চার্লস রবার্ট ডারউইন
ঘ) রবার্ট হুক

২. বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি?
ক) ক্রোমোজোম
খ) নিউক্লিয়াস
গ) এডিনিন
ঘ) গুয়ানিন

৩. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুল আকারে বড়
ii. ফুল হালকা ধরনের
iii. মধুগ্রন্থিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৪. পরাগরেণু বিভাজিত হয়ে তৈরি করে –
i. নালীকোষ
ii. জেনোরেটিভ কোষ
iii. রেণুরন্ধ্র কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

৫. প্রাণীর মতো প্রতিটি উদ্ভিদ কোষেও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম কীভাবে প্রতিনিয়ত চলতে থাকে?
ক) বিরতি দিয়ে
খ) স্বাভাবিক
গ) একযোগে
ঘ) আলাদাভাবে

৬. মেরুরজ্জুতে-
i. শ্বেত পদার্থ থাকে বাইরে
ii. কালো পদার্থ থাকে মাঝে
iii. ধূসর পদার্থ থাকে ভিতরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii

৭. মাংসপেশির প্রান্তভাগ কিসের ন্যায় শক্ত হয়?
ক) রজ্জুর
খ) রক্তের
গ) টেনডন
ঘ) শ্বেততন্তু

৮. কনুই বাঁকা করতে কোন পেশির সংকোচন ঘটে?
ক) ট্রাইসেপস পেশি
খ) বাইসেপস পেশি
গ) টেট্রাসেপস পেশি
ঘ) পেন্টাসেপস বেশি

৯. বৃক্কে পাথর হলে-
ক) প্রসাবের সাথে রক্ত বের হতে পারে
খ) প্রসাবের সাথে পুঁজ বের হতে পারে
গ) প্রসাব হালকা হতে পারে
ঘ) প্রসাবে সমস্যা হয় না

১০. গ্লোমেরুলাসে কোন পদার্থটি আটকা পড়ে?
ক) পানি
খ) ইউরিয়া
গ) আমিষ
ঘ) গ্লুকোজ

১১. ইনসুলিন তৈরি করা হয় –
i. ব্যাকটেরিয়া হতে
ii. ভাইরাস হতে
iii. ঈস্ট হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১২. আগছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতাসম্পন্ন কোন ফসলটির জাত উদ্ভাবন করা হয়েছে?
ক) গম
খ) ভুট্টা
গ) এন্টোমলজি
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

১৩. প্রস্বেদনের সময় বাতাসের আর্দ্রতা বাড়লে প্রস্বেদনের হার-
ক) কমে
খ) বাড়ে
গ) একই থাকে
ঘ) অল্প বাড়ে

১৪. যকৃতে লিপিডের পরিমাণ ২০-৩০ শতাংশ বেড়ে যায়-
i. লিউকেমিয়া রোগে
ii. ম্যালেরিয়া, বহুমূত্র রোগে
iii. এলকোহল, ফসফরাস বিষক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i ii ও iii

১৫. অক্সিহিমোগ্লোবিন কী?
ক) অক্সাইড ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
খ) অ্যাসিটিলিন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
গ) অক্সিজেন ও হিমোগ্লোবিন অস্থায়ী যৌগ
ঘ) কার্বন ও হিমোগ্লোবিনের অস্থায়ী যৌগ

১৬. শ্বসনের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায়া ফুসফুস থেকে রক্তে প্রবেশ করে?
ক) অভিস্রবণ
খ) প্রস্বেদন
গ) ব্যাপন
ঘ) রস উত্তোলন

১৭. ক্লোরিনের উৎস কোনটি?
ক) মাংস
খ) কলিজা
গ) কঁচুশাক
ঘ) ঢেঁড়স

১৮. ১ মেগাজুল = ?
ক) ১০০ জুল
খ) ১০০০ জুল
গ) ১০০ কিলোজুল
ঘ) ১০০০ কিলোজুল

১৯. নিচের কোনটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু গ্লুকোজ তৈরি করে?
ক) CO2 ও 6H2O
খ) CO2 ও 12H2O
গ) 6CO2 ও 6H2O
ঘ) 6CO2 ও 12H2O

২০. জীবের শক্তি প্রয়োজন হতে পারে –
i. জৈব সংশ্লেষণে
ii. খাদ্য প্রস্তুত করতে
iii. পরিবহন ও বিপাকীয় কাজে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

২০. প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমোটিড উৎপন্ন করে?
ক) তিনটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) পাঁচটি

২০. যৌন জননক্ষম বহুকোষী জীবের সূচনা ঘটে –
i. জাইগোট থেকে
ii. নিষিক্ত ডিম্বাণু থেকে
iii. নিষিক্ত ডিম্বক থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১৩. কোন টিস্যুর প্রাথমিক প্রোটোপ্লাজম পরে বিনষ্ট হয়ে যায়?
ক) কোলেনকাইমা
খ) স্ক্লেরেনকাইমা
গ) প্যারেনকাইমা
ঘ) ক্লোরেনকাইমা

১৪. প্রোটিন সংশ্লেষ করে- i. U ii. X iii. Y নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii ও iii
Ο গ) i ও iii
Ο ঘ) i, ii ও iii

২৭. টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের Protista কে কয়টি ভাগে ভাগ করেন?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি

২৮. দ্বিপদ নামকরণের জনক কে?
ক) লিনিয়াস
খ) উইলিয়াম হার্ভে
গ) গ্রেগর জোহান মেন্ডেল
ঘ) অ্যারিস্টটল

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও।
সেলিম জন্ডিস রোগে আক্রান্ত। জন্ডিসের কারণে তার শরীরের একটি অঙ্গ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডাক্তার সেলিমকে সহজপাচ্য খাবার পানি পান করতে বললেন।

১৬. মানবদেহে জন্ডিসের ভাইরাস আক্রমণ করে কোন অঙ্গটিকে?
(ক) প্লিহা
(খ) যকৃৎ
(গ) ফুসফুস
(ঘ) হৃৎপিণ্ড

১৭. যকৃতের কাজ-
i. খাদ্য পরিপাকে সাহায্য করা
i i. স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করা
i i i. খাদ্যের অম্লভাব প্রশমিত করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, i i
(খ) i i, i i i
(গ) i, i i ও i i i
(ঘ) i, i i i

২৯. বিজ্ঞানী ব্লাকম্যান কোন দেশের নাগরিক ছিলেন?
ক) সুইডেন
খ) ইংল্যান্ড
গ) আমেরিকা
ঘ) হল্যান্ড

৩০. মুক্ত শক্তির বাহক কোনটি?
ক) NAD
খ) NAOP
গ) ATP
ঘ) NADPH

১১. মাইটোসিস ঘটে –
i. প্রাণীর দেহ কোষে
ii. উদ্ভিদের ভাজক টিস্যুতে
iii. উদ্ভিদের সকল টিস্যুতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১২. নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়?
ক) নিউক্লিয়াসের বিভাজন
খ) নিউক্লিওয়ালসের বিভাজন
গ) ক্রোমোজোম বিভাজন
ঘ) দেহকোষীয় বিভাজন

১৩. থ্যালাসেমিয়ার মেজর রোগীদের কত বছর বয়সে মৃত্যুর ঝুঁকি থাকে?
ক) ১৫-২৫ বছর
খ) ৩০-৪০ বছর
গ) ২০-৩০ বছর
ঘ) ৪০-৫০ বছর

 ১৪. আলফ্রেড রাসেল ওয়ালেস প্রাণী জনসংখ্যা নিয়ন্ত্রণ তত্ত্বে তার মতামতগুলো কাকে লিখে পাঠান?
ক) টমাস ম্যালথাসকে
খ) ডারউইনকে
গ) লিউয়েন হুককে
ঘ) উইলিয়াম হার্ভেকে

৩৫. মানবদেহে হরমোন উৎপাদনকারী প্রধান গ্রন্থি কোনটি?
ক) পিনিয়াল
খ) থাইরয়েড
গ) পিটুইটারী
ঘ) থাইমাস
উত্তর: (গ)

৩৬. IAA-এর পূর্ণরূপ কোনটি?
ক) ইন্ডোল অক্সালিক এসিড
খ) ইন্ডোল অ্যাসিটিক এসিড
গ) ইন্ডোল এসকরবিক এসিড
ঘ) ইন্ডোল অ্যাবসিসিক এসিড

৩৭. গোল্ডেন রাইস আবিষ্কার করে কোন দেশ?
ক) আমেরিকা
খ) রাশিয়া
গ) সুইডেন
ঘ) ফ্রান্স

৩৮. কোনটির সংক্রমণে যক্ষা হয়?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. প্রোটোজোয়া

৩৯. হালদা নদীতে এক ঋতুতে একটি কাতলা মাছ কী পরিমাণ ডিম দেয়?
ক) ৩-৪ লাখ
খ) ৪-৫ লাখ
গ) ৩-৫ লাখ
ঘ) ৫-৮ লাখ

৪০. স্থলজ সবুজ উদ্ভিদ –
i. মূল দিয়ে পানি শোষণ করে
ii. বায়ু থেকে CO2 গ্রহণ করে
iii. পানিতে দ্রবীভূত CO2 গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

 

উপরে