ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৪

এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৪

20fours Education | আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৮ ১৪:০১
এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৪

এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৪

১.কত সালে শেখ মুজিবকে ‘রাজনীতির কবি’ বলা হয়েছিল?
ক)  ১৯৭০ সালের ১৫ই মার্চ
খ)  ১৯৭১ সালের ৫ই এপ্রিল
গ)  ১৯৭০ সালের ৫ই এপ্রিল
ঘ)  ১৯৭১ সালের ১০ই এপ্রিল

২. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ বলেছে -
ক)  ইন্ডিয়ান টাইমস পত্রিকা
খ)  লন্ডনের টাইমস পত্রিকা
গ)  যুক্তরাষ্ট্রের নিউজউইক পত্রিকা
ঘ)  বাংলাদেশ নিউজউইক পত্রিকা


৩.  কামাল চৌধুরী সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য কী পুরস্কার পান?
ক) একুশে পদক
খ) বাংলা একাডেমী পুরস্কার
গ) স্বাধীনতা পুরস্কার
ঘ) আদমজী পুরস্কার

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের  উত্তর দাও-
রকিব গ্রামের এক দুরন্ত কিশোর। সারাদিন খেলাধুলা আর দৌড়-ঝাঁপে তার বেলা কেটে যায়। গ্রামের সকল বাড়িই যেন তার নিজের বাড়ি।
কিন্তু হঠাৎ তার বাবা মারা যাওয়ায় সে অনাথ হয়ে পড়ে। ফলে তার ইংল্যান্ড প্রবাসী কাকা তাকে ইংল্যান্ড নিয়ে যান।
আজ অনেক বছর হয়েছে সে বিদেশ চলে গেছে কিন্তু কিছুতেই সে তার গ্রাম আর গ্রামের প্রকৃতিকে ভুলতে পারে না।

৪. রকিবের শৈশব স্মৃতি স্মরণ করার বিষয়টি নীচের কোন কবিতার সাথে মিল আছে?
ক) আমি কোনো আগন্তুক নই
খ) বৃষ্টি
গ) পল্লিজননী
ঘ)  মানুষ

৫. উদ্দিপকের ভাবের সাথে ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কোন ভাবের মিল আছে?
i. জন্মভূমির সাথে একাত্মতা
ii. মাটির সাথে সখ্য ভাব
iii. দেশপ্রেমের গভীরতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

৬. যে পাখিগুলোর নাম ‘পল্লীজননী’ কবিতায় এসেছে—
i. দোয়েল, ডাহুক, কানাকুয়ো ii. কানাকুয়ো, বাদুর, হুতুম
iii. হুতুম, ডাহুক, বাদুর
কোনটি সঠিক?
ক. i
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii

৭. ‘তৃষিত’ শব্দটি ‘বৃষ্টি’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক)প্রতীক্ষিত
(খ)পিপাসার্ত
(গ)ভোগেচ্ছুক
(ঘ)কাম্য

৮. ‘বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়’- কেন?
(ক) দিকদিগন্তের পথে অপরূপ আভা দেখে
(খ) নদীর ফাটলে বন্যা আনে বলে
(গ) তৃষিত বনের সাথে জেগে ওঠে বলে
(ঘ) রুক্ষ মাঠে বর্ষণের সুর শোনা যায় বলে

৯. ‘মানুষ’ কবিতায় কবির মতে মহীয়ান হলো -
ক) পাহাড়
খ) সমুদ্র
গ) ধর্ম
ঘ) মানুষ

১০. ‘সাম্য শব্দের অর্থ কী?
ক) সমতা
খ) সাদৃশ্য
গ) সোপান
ঘ) ধর্ম


১১।‘সেইদিন’ বলতে বোঝায়-
i. মৃত্যুর দিন
ii. কবির অনুপস্থিতির দিন
iii. প্রকৃতি শেষ হওয়ার দিন
নিচের কোনটি সঠিক?
(ক) i                              
(খ) ii              
(গ) i ও ii                        
(ঘ) ii ও iii

১২। প্রকৃতি টিকে থাকবে তার-
i. রূপ নিয়ে
ii. রস নিয়ে                    
iii. গন্ধ নিয়ে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii                      
(খ) i ও iii        
(গ) ii ও iii                    
(ঘ) i, ii ও iii

১৩.  ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি কামাল চৌধুরী তার কোন গ্রন্থ থেকে সংকলন করেছেন?
ক) কবিতাসংগ্রহ
খ) পান্থশালায় ঘোড়া
গ) মিছিলের সমান বয়সী
ঘ) টানাপোড়নের দিন

১৪. কাকে পাঁক ছেঁকে নিতে বলা হয়েছে?
ক)  গরজ যার জল স্যাঁচার
খ)  সুন্দরের তৃষ্ণা যার
গ)  কন্ঠাতেই তৃষ্ণা যার
ঘ)  বিভোল যার সকল প্রাণ

১৫.  ‘ঝর্ণার গান’ কবিতায় ‘বিজন দেশ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক)  থমথমে দেশ
খ)  জনশূন্য দেশ
গ)  লোকালয়পূর্ণ দেশ
ঘ)  শঙ্কিত দেশ

১৬.  বাঙালি কীসের জন্য রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছিল?
ক) প্রতিশোধ হিসেবে
খ) অত্যাচারী হিসেবে
গ) শোষক হিসেবে
ঘ) হিংসুটে হওয়ার জন্য

১৭.  ‘একলা গাই, একলা ধাই, দিবস রাত, সাঁঝ সকাল’ বলতে বোঝানো হয়েছে -
i. ঝরনা অবিরাম ছুটে চলে
ii. ঝরনা বিশ্রাম নিয়ে ছুটে চলে
iii. ঝিঁঝিঁ পোকা অবিরামভাবে ডেকে যায়
নিচের কোনটি সঠিক?
ক)  i
খ)  ii
গ)  iii
ঘ)  ii ও iii

১৮. কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন?
ক.স্বর্গে
খ.পৃথিবীতে
গ.পুষ্পিত কাননে
ঘ.মানুষের মাঝে

১৯. কবি কোথায় অমর আলয় রচনা করতে চেয়েছেন?
ক.স্বর্গে
খ.পৃথিবীতে
গ.ফুলের বাগানে
ঘ.মানুষের হৃদয়ের মাঝে

২০.  কবির সঙ্গীত রচনার উদ্দেশ্য কী?
ক.আনন্দ দেওয়া
খ.মনে ঠাঁই পাওয়া
গ.সুখ দেওয়া
ঘ.প্রাণময়তা সৃষ্টি করা

২১.  হাতেম আলীর জমিদারি কোন আইনে নিলামে উঠেছিল?
ক) সান্ধ্য          
খ) কালো
গ) প্রজাস্বত্ব        
ঘ) ফৌজদারি


নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
‘বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের অবদান অনস্বীকার্য। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেন।
তিনি প্রায় দুই শতাধিক .....গ্রন্থ রচনা করেন। তার বেশির ভাগ রচনার উপজীব্য হচ্ছে ..... চরিত্র চিত্রণ।’

২২.  উদ্দীপকের হুমায়ূন আহমেদ মূলত কোন সাহিত্যের ..... শতাধিক গ্রন্থ রচনা করেন?
ক) কাব্যনাট্য
খ) উপন্যাস
গ) কবিতা
ঘ) ছোটগল্প

২৩. ‘সাহিত্যের রূপ ও রীতি’ অনুসারে উদ্দীপকের লেখকের অধিকাংশ সাহিত্যের বৈশিষ্ট্য হলো-
i) পট থাকবে
i i) গল্পের সমন্বয় থাকবে
i i i) চরিত্রের সংলাপ থাকবে গঠনমূলক
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i

২৪. ‘সূর্যাস্ত আইন’ প্রণীত হয় কত সালে?
ক) ১৭২০ সালে    
খ) ১৭৫৬ সালে
গ) ১৭৫৭ সালে    
ঘ) ১৭৯৩ সালে

২৪.  নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে?
ক) দুই          
খ) তিন  
গ) চার          
ঘ) পাঁচ

২৫.  এমন জোয়ান মর্দ ছেলে, মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) বিরক্তি        
খ) অভিসম্পাত
গ) ব্যঙ্গ          
ঘ) ক্ষোভ

২৬।. ‘একাত্তরের দিনগুলি’ দিনপঞ্জিকায় প্রকাশ পায় শহীদজননীর-
i) হৃদয়ের রক্তরণের যন্ত্রণা
ii) ছেলে হারানোর আনন্দ
iii) গভীর বেদনার ইঙ্গিত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

২৭. তাহলে আর কাদের জন্য রসদ জমিয়ে রাখব? এখানে ‘কাদের’ বলতে কাদেরকে বুঝানো হয়েছে?
ক) মুক্তিযোদ্ধাদের
খ) মিলিটারিদের
গ) পরিবারের সদস্যদের
ঘ) দরিদ্র মানুষদের

২৮. ‘আমি এভাবেই টাকা নিতে পারব না। যায় যাক জমিদারি।’ এ বক্তব্যে প্রকাশ পেয়েছে—
ক) ন্যায়বোধ      
খ) ব্যক্তিত্ব
গ) মানবিক মূল্যবোধ  
গ) আত্মমর্যাদা

২৯. আমরা সময় সময় সভ্যতার অনুরোধে কি ব্যবহার করি?
ক. কোট, শার্ট  
খ. শার্ট, প্যান্ট  
গ. স্যুট, কোট  
ঘ. ধূতি, পাঞ্জাবী

৩০. 'নিরীহ বাঙালি' প্রবন্ধে লেখিকা বাঙালিদের –
ক. ভর্ৎসনা করেছেন
খ. প্রশস্তি করেছেন
গ. হেয় করেছেন
ঘ. উপহাস করেছেন
উত্তরঃ (ঘ)

৩১. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লাভ করেন
ক. এম.এ ডিগ্রী
খ. ডি.লিট উপাধি
গ. জগতারিণী পদক
ঘ. পি. এইচ.ডি ডিগ্রী
উত্তরঃ ডি.লিট উপাধি

৩২. কাঙালি কিসের কাজ শিখতে আরম্ভ করেছিল?
ক. বাঁশের
গ. বেতের
গ. কাঠের
ঘ. পাটের

উদ্দীপকটি পড়ে ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:।
দশম শ্রেণী ক- শাখার ফাস্টবয় ইমরান সারাক্ষণ শুধু পাঠ্য-বই পড়ে।
আর ঐ ক্লাসেরই মধ্যম সারির ছাত্র ফয়সাল লাইব্রেরিতে গিয়ে পাঠ্য-বইয়ের পাশাপাশি নানা রকমের বই পড়ে।
ইমরানকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলে লাইব্রেরিতে গিয়ে ওসব পড়লে তো আর ফাস্ট হওয়া যাবে না।

৩৩. 'বই পড়া' প্রবন্ধ অনুযায়ী ইমরানের মানসিকতা-
i. স্বার্থান্ধ  ii. পু্থিগত বিদ্যার্জন  iii. আত্মার মুক্তি লাভ
নিচের কোনটি সঠিক?
ক)  ii
খ)  i ও ii
গ)  iii
ঘ)  i, ii ও iii

৩৪. দেনা-পাওনা গল্প পাঠের উদ্দেশ্য-
i) যৌতুককে না বলা  
ii) নারীর যথার্থ মর্যাদা দান  
iii) আরামে জীবন যাপন
ক) i, ii    
খ) i, iii   
গ) ii, iii    
ঘ) i, ii ও iii

৩৫. ‘বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত।’ এ উক্তিটি ইঙ্গিত করে-
i) যৌতুকের চিত্র
i i) নিরুর প্রতি বাবার অবহেলা
i i i) নিরুর প্রতি শ্বশুর-শাশুড়ির অত্যাচারের মাত্রা
নিচের কোনটি সঠিক?
ক) i,  ii  
 খ) i, iii    
গ) ii, iii    
ঘ) i, ii ও iii

৩৬. 'কপোতাক্ষ নদ' কবিতায় ভুলের জন্য কবির অনুতাপ ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
ক. জুড়াই এ কাল আমি ভ্রান্তির ছলনে
খ. বহুদেশে দেখিয়াছি বহু নদ জলে
গ. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
ঘ. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি স্তনে

৩৭. ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় স্বর্বস্তরের মানুষ কার জন্য ব্যাকুল প্রতীক্ষায় ছিল?
ক)  কবির জন্য
খ)  সাংবাদিকের জন্য
গ) জজের জন্য
ঘ)  ডিসির জন্য

৩৮.  মেঘে মেঘে ঘর্ষণের ফলে কী হয়?
(ক) বৃষ্টি পড়ে  
(খ) আলো জ্বলে
(গ) বিদ্যুত্ চমকায়  
(ঘ) ভূমিকম্প হয়

৩৯ ‘ঝর্ণার গান’ কবিতায় ‘ঝুম-পাহাড়’ হলো—
i. নীরব পাহাড়
ii. নির্জন পাহাড়
iii. হিম পাথর
নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. ii ও iii
গ. i ও ii
ঘ. i, ii ও iii.

৪০. ‘নবাবের বাড়ির মেয়ে কিনা! গরিবের ঘরের অন্ন ওঁর মুখে রোচে না।’  উক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) উপহাস    
খ)  শ্লেষাত্মক   
গ) বিদ্রূপ    
ঘ) ব্যঙ্গাত্মক

উপরে