ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৩

এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৩

20fours Education | আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৮ ১৩:৫৫
এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৩

এসএসসি বাংলা ১ম পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০৩

১. স্বশিক্ষিত বলতে বোঝায়-
ক) সৃজনশীলতা অর্জন  
খ) শিক্ষা অর্জন    
গ) জ্ঞান অর্জন    
ঘ) মনুষত্ব অর্জন

২. লেখকের মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপুর্তির কাজে লাগে না?
ক) শিক্ষা  
খ) সাহিত্য    
গ) লাইব্রেরি    
ঘ) জ্ঞান

৩.  'বই পড়া' প্রবন্ধে কাদেরকে সাধারন বিশ্বাসে অলস বলা হয়?
ক) যারা কাজ করে না  
খ) যারা লেখাপড়া করে না    
গ) যারা ঘুমায়    
ঘ) যারা স্বেচ্ছায় বই  পড়ে

৪. বিবাহ সভায় তুমুল গোলযোগ বেধে গেল কেন?
ক) পণের টাকা হাতে না পাওয়ায়  
খ) দেনাদার আসায়  
গ) পাত্র না থাকায়  
ঘ) পণের টাকা কমানোর জন্য

৫. রামসুন্দর রায়বাহাদুরের হাতে পায়ে ধরলেন কেন?
ক) খাওয়ার জন্য  
খ) বিয়ে সম্পন্ন করার জন্য  
গ) টাকা দেওয়ার জন্য  
ঘ) টাকা মওকুফের জন্য

৬. ‘স্বাধীন’ - এর বিপরীত শব্দ কোনটি?
ক)  মুক্ত
খ)  আযাদ
গ)  পরাধীন
ঘ)  বন্দি

৭. এই বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে?
ক)  লেখক
খ)  কবি
গ)  গায়ক
ঘ)  অভিনেতা

৮. ‘পল্লী¬জননী’ কবিতায় কোথায় ‘নিবু নিবু দীপ ঘুরিয়া ঘুরিয়া জ্বলে?
ক. শিয়রের কাছে
খ. দুয়ারের কাছে
গ. দীপদানিতে
ঘ. টেবিলের ওপর

৯. ‘পল্লী¬জননী’ কবিতায় ছেলের ঘুম আসে না কেন?
ক. বন্ধদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য
খ. গোপন অভিযানে যাওয়ার জন্য
গ. পেটের ক্ষুধার কারণে
ঘ. রোগযন্ত্রণার কারণে

১০.  কোন শব্দগুচ্ছের দ্বারা পল্লীজননীর দারিদ্র্যের পরিচয় পাওয়া যায়?
ক. এঁদো ডোবা
খ. ছোট কুঁড়েঘর
গ. নিবু নিবু দীপ
ঘ. ঘোর ঘোর আন্ধার

১১. কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস কোনটি?
ক) মাটির কান্না
খ) মৃত্যুক্ষুধা
গ) সোনার তরী
ঘ) হাজার বছর ধরে

১২. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড় কীসের প্রতীক বলে প্রতীয়মান হয়েছে?
ক) সৃষ্টির
খ) রাজার ক্ষমতার
গ) সকল অনিয়ম ধ্বংসের
ঘ) পাহাড় সমান ক্ষমতার

১৩. নদীর ফাটলে জোয়ার আনে কোনটি?
ক. বন্যা   
খ. ঝড়  
গ. মেঘ   
ঘ. মাটি

১৪.  খেয়ানৌকাগুলো কোথায় এসে লেগেছে?
ক. বন্দরে
খ. খেয়াঘাটে
গ. নদীর ঘাটে
ঘ. চরের খুব কাছে

১৫.  আর্যদের আগমনের পূর্বে বাংলাদেশে কারা বসবাস করত?
ক) বাঙালি
খ) মুসলমান
গ) বৌদ্ধ
ঘ) অবাঙালি

১৬. বাঙালির প্রতি পাকিস্তানিদের অবজ্ঞার বিষয়টির পরিচয় পাওয়া যায় ‘সাহসী জননী বাংলা’ কবিতায় ব্যবহৃত যে শব্দে -
i. উদ্বস্তু
ii. অনার্য
iii. ভেত্যে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii

১৭.  ঝর্ণা কী দুলিয়ে যায়?ক
ক. তরল শক
খ. অচল-ঠাঁট
গ. কানের দুল
ঘ. জরির জাল

১৮.  কারা মুখ বুলায়?
ক. বুলবুলি-টিয়া
খ. শালিক-শুক
গ. ময়না-কাক
ঘ. চকোর-চাতক

১৯।‘প্রাণ’ কবিতায় বক্তব্য প্রকাশের ধরণটি কীরুপ?
ক.বিপ্লবাত্মক
খ.আত্মনিমগ্নময়
গ.বিদ্রুপাত্মক
ঘ.দৃষ্টান্তমূলক

২০।মরণরে তুঁহু মম শ্যাম সমান’ এর বিপরীত ভাব ফুটে উঠেছে কোন কবিতায়?
ক.বোশেখ
খ.প্রাণ
গ.ছায়াবাজি
ঘ.মানুষ

২১. ‘সাহিত্যের রূপ ও রীতি’ অনুসারে উদ্দীপকের লেখকের অধিকাংশ সাহিত্যের বৈশিষ্ট্য হলো-
i) পট থাকবে
i i) গল্পের সমন্বয় থাকবে
i i i) চরিত্রের সংলাপ থাকবে গঠনমূলক
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i ও i i i
গ) i i ও i i iঘ) i, i i ও i i i

২২. অষ্টক কাকে বলে?
ক. চতুর্দশপদী কবিতার পরবর্তী আট চরণের স্তবককে
খ. চতুর্দশপদী কবিতার প্রথম ছয় চরণের স্তবককে
গ. চতুর্দশপদী কবিতার প্রথম আট চরণের স্তবককে
ঘ. চতুর্দশপদী কবিতার পরবর্তী ছয় চরণের স্তবককে

২৩.  গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন?
ক) দুটি          
খ) তিনটি
গ) চারটি          
ঘ) পাঁচটি
২৪.  ‘সূর্যাস্ত আইন’ প্রণীত হয় কত সালে?
ক) ১৭২০ সালে   
খ) ১৭৫৬ সালে
গ) ১৭৫৭ সালে    
ঘ) ১৭৯৩ সালে


২৫.  ‘দম্ম’ হলো –
i. ‘দাম’ – এর প্রাকৃত রূপ
ii. ‘দ্রম্য’ – এর প্রাকৃত রূপ
iii. ‘ধর্ম’ – এর প্রাকৃত রূপ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ.  i, ii ও iii

২৬. `লোভের ফলে মানুষের মৃত্যু ঘটে- লেখকের মতে, কোন প্রকারের মৃত্যু?
ক. জাগতিক
খ. আত্মিক
গ. মানসিক
ঘ. নৈতিক

২৭ . ক্ষুৎপিপাসা শব্দটির অর্থ কী?
i. ক্ষুদা
ii. তৃপ্ত
iii. পিপাসা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ.ii ও iii
ঘ. i,ii ও iii

২৮.  শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. সংস্কৃতি কথা
খ. সভ্যতা
গ. সুখ
ঘ. মনুষ্যত্ব

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তিন ছেলেমেয়েকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে না পেয়ে সখিনা বেগম অন্যের বাড়িতে কাজ খুঁজতে বের হয়।
সখিনা বেগম রাশেদার বাড়িতে গিয়ে বলে, ‘আপা, আমাকে একটা কাজ দেন, তিন দিন যাবত্ না খেয়ে আছি।’
রাশেদার দয়া হলো এবং ঘরের ধোয়া-মোছা ও গৃহস্থালির কাজ দিলেন।

২৯. উদ্দীপকে বর্ণিত দিকটি কোন গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক. মমতাদি
খ. দেনাপাওনা
গ. অভাগী
ঘ. নিমগাছ

৩০. সখিনা বেগমের সঙ্গে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে দিক থেকে সাদৃশ্য বিদ্যমান—
i. দুজনই দারিদ্র্যের শিকার
ii. উভয়েই গৃহপরিচারিকার কাজ নিলেন
iii. উভয়ে বিধবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩১.কৃষির মাধ্যমে কি বৃদ্ধি করতে পারে?
ক. অন্ন
খ. বুদ্ধি  
গ. বিদ্যা  
ঘ. স্বাস্থ্য

৩২. ডাক্তারের কাছে জীবন সমর্পণ করা সহজ কেন?
ক)  পরিশ্রম নেই বলে
খ)  পরিশ্রম কম বলে
গ)  অর্থ ব্যয়ের সম্পর্ক আছে বলে
ঘ)  সুস্থতার সম্পর্ক আছে

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও:
একেকটা নতুন দিন যেন একেকটা নতুন আতঙ্কের নাম। একটা দিন পার হলে মনে হয় যাক আরেকটা দিন জীবিত পার করলাম।

৩৩. উদ্দীপক প্রকাশিত অবস্থাটি কোন রচনাকে সমর্থন করে?
ক) পয়লাবৈশাখ  
খ) অভাগীর স্বর্গ
গ) একাত্তরের দিনগুলো
ঘ) নিরীহ বাঙালি


৩৪. রচনাটির যে ভাব উদ্দীপকের চরিত্রের মাঝে প্রকাশিত হয়েছে-
i. চরম নিরাপত্তাহীনতা
ii. জনজীবনের আতঙ্ক
iii. সামন্তবাদের নির্মমতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii  খ) i ও iii
গ) ii ও iii  ঘ) i,ii ও iii

৩৫. প্রমথ চৌধুরী কাউকে শখ হিসেবে বই পড়ার পরামর্শ দেননি কেন?
i. আমরা জাত হিসেবে সৌখিন নই
ii. এখন ঠিক শখ করার সময় নয়
iii. সখ হিসেবে বই পড়া সাহিত্যচর্চা নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i,ii ও iii

৩৬. কি দেখে নিরুপমা তার বাবার বুক ফাটা কান্না টের পেতো?
ক) হাসি   
খ) দুঃখ  
গ) কষ্ট  
ঘ) অশান্তি

৩৭. রামসুন্দর কোন মাসে মেয়েকে ঘরে আনার প্রতিজ্ঞা করেন?
ক)   ভাদ্র   
খ)   আশ্বিন   
গ)  কার্তিক   
ঘ)  অগ্রহায়ণ

৩৮. ‘আগামী পৃথিবী কান পেতে শোন,
আমি যদি আর নাই আসি হেথা ফিরে।
চরণ দুটো যেদিক থেকে ‘সেই দিন এই মাঠ’ কবিতার সঙ্গে সংগতিপূর্ণ তা হলো—
ক. ছন্দ
খ. বিষয়
গ. ভাব
ঘ. প্রকৃতি

৩৯. ‘সেইদিন’ বলতে বোঝায়-
i. মৃত্যুর দিন
ii. কবির অনুপস্থিতির দিন
iii. প্রকৃতি শেষ হওয়ার দিন
নিচের কোনটি সঠিক?
(ক) i                              
(খ) ii              
(গ) i ও ii                        
(ঘ) ii ও iii

৪০. ‘সেইদিন এই মাঠ’ কবিতার কবির যে ধরনের উপস্থাপন শক্তির প্রকাশ ঘটেছে-
(ক) আবেগঘন                  
(খ) বিস্ময়কর
(গ) বিচিত্র                      
(ঘ) কল্পনা

উপরে