ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
বাংলা ২য় পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০১

এসএসসি বাংলা ২য় পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০১

20fours Education | আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৮ ১৩:৩৯
এসএসসি বাংলা ২য় পত্র নৈর্ব্যাক্তিক মডেল টেস্ট - ০১

আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে ১টি নৈর্ব্যক্তিক মডেল টেস্ট দেওয়া হল।


১. শব্দের মধ্যে বিবৃত উচ্চারণে ‘অ’ ধ্বনির উদাহরণ কোনটি?
ক. অটল
খ. কলম
গ. করুণ
ঘ. প্রণাম

২. বাংলা বর্ণমালায় কোন স্বরধ্বনির উচ্চারণে ব্যঞ্জন জ্ঞাপক।
ক. D
খ. C
গ. F
ঘ. H

১৩. অনুস্বার ও চন্দ্রবিন্দুযুক্ত ধ্বনির আগের ‘এ’ ধ্বনি উচ্চারণ কেমন হয়?
ক. সংবৃত্ত
খ. বিকৃত
গ. সংক্ষিপ্ত
ঘ. দীর্ঘ

৪. একই জাতীয় দুটি ব্যঞ্জন পাশাপাশি থাকলে একটির পরিবর্তনকে কী বলা হয়।
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. ধ্বনি বিপর্যয়
ঘ. সম্প্রকর্ষ

৫. নত্ব-বিধান এর সীমাবদ্ধতা নিচের কোনটিতে বিদ্যমান-
ক. শ্রাবণ
খ. ক্রমন্দ
গ. বর্ণনা
ঘ. গ্রহণ

৬. তৎসম সন্ধিমূলক নিচের কোনটি?
ক. বর্ণ সংযোগের নিয়ম
খ. ধ্বনি সংক্ষেপণ
গ. দুটো ধ্বনি মিলন
ঘ. ধ্বনি মাধুর্য রক্ষাকরণ

৭. স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি থাকলে সন্ধির ফলে স্বরধ্বনি লোপ পেয়েছে নিচের কোন শব্দে?
ক. কাঁচকলা
খ. চুনারি
গ. পাশাপাশি
ঘ. বজ্জাত

৮. বাংলাভাষায় লিঙ্গান্তর বিধি যথাক্রমে ইংরেজি ও সংস্কৃত ভাষা অপেক্ষা ভিন্ন হয় কোন কোন পদের বেলায়?
ক. বিশেষ্য+বিশেষণ
খ. বিশেষ্য+সর্বনাম
গ. বিশেষণ+সর্বনাম
ঘ. সর্বনাম+ক্রিয়া

৯. কাল্পনিক অনুভূতি প্রকাশ পায় এমন শব্দ হুবহু দু’বার ব্যবহৃত হওয়ার নাম কী?
ক. ধ্বনাত্মক দ্বিরুক্ত
খ. পদাত্মক দ্বিরুক্ত
গ. যুগ্মরীতির দ্বিরুক্ত
ঘ. অব্যয় এর দ্বিরুক্ত

১০. একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায় তার নাম কী?
ক. সংখ্যাবাচক শব্দ
খ. পরিমাণবাচক শব্দ
গ. পূরণবাচক শব্দ
ঘ. ক্রমবাচক শব্দ

১১. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেছেন কে?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
গ. ড. শহীদুল্লাহ
ঘ. প্রমথ চৌধুরী

১২. নিচের কোনটি ওলন্দাজ শব্দ?
ক. কার্তুজ
খ. আলপিন
গ. হরতন
ঘ. চাবি

১৩. নিচের কোনটি সম্পৃক্ত শব্দ নয়?
ক. শ্রবণ
খ. বিক্রয়
গ. বাক্যতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব

১৪. ‘ক্রিয়ার কাল’ অধ্যায়টি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ. রূপতত্ত্ব
গ. বাক্যতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব

১৫. বাংলা শব্দ গঠনের উপায় নিচের কোনটি নয়?
ক. সমাস
খ. প্রত্যয়
গ. উপসর্গ
ঘ. কারক

১৬. যে শব্দগুলো কখনও স্বাধীনরূপে আবার কখনও শব্দ বিভক্তির মতো বাক্যে প্রযুক্ত হয় তাদের কী বলা হয়?
ক. অনুসর্গ
খ. উপসর্গ
গ. প্রত্যয়
ঘ. পরিভাষা

১৭. শিশুর কান্না ভাষা নয় কেন?
ক. মনের ভাব প্রকাশ পায় না
খ. বাকযন্ত্র নিঃসৃত ধ্বনি নয়
গ. অর্থবাচকতা নেই
ঘ. জনসমষ্টির মধ্যে প্রচলিত নয়

১৮. বাংলা ভাষায় অসংযুক্ত সরল ব্যঞ্জন বর্ণ কয়টি?
ক. পঞ্চাশ
খ. ঊনচল্লিশ
গ. ত্রিশ
ঘ. এগার

১৯. কোন ব্যঞ্জন বর্ণের সাথে স্বরধ্বনিযুক্ত না থাকলে তার নাম কী হয়?
ক. হলন্ত বর্ণ
খ. পরাশ্রয়ী বর্ণ
গ. বদ্ধ্য খর
ঘ. মুক্তা খর

২০. নিু মধ্য পশ্চাৎ ওষ্ঠাধর প্রসূত ধ্বনি কোনটি?
ক. D
খ. E
গ. A
ঘ. G

২১. বাংলা ভাষায় বহুবচন গঠনের জন্য ব্যবহৃত বিভক্তি ও শব্দ বেশির ভাগই কোন ভাষার সম্পদ?
ক. প্রকৃত
খ. সংস্কৃত
গ. খাঁটি বাংলা
ঘ. বিদেশী

২২. কেবল জন্তুর বহুবচনে যুক্ত হয় নিচের কোনটি?
ক. নিকর কুঞ্জ
খ. দাম মালা
গ. পাল যূথ
ঘ. বর্গবৃন্দ

২৩. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমান হয়?
ক. দ্বিতীয়
খ. ষষ্ঠি
গ. অলুক
ঘ. উপপদ

২৪. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদের উদাহরণ কোনটি?
ক. দোমনা
খ. তেপায়া
গ. চৌমুহনী
ঘ. পঞ্চনদ

২৫. সাদৃশ্য অর্থে সংস্কৃত উপসর্গের প্রয়োগ হয়েছে কোন শব্দে?
ক. অপবাদ
খ. অনুবাদ
গ. প্রতিবাদ
ঘ. সুনজর

২৬. ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে মৌলিক ধাতু যোগে গঠিত ধাতু কোনটি?
ক. নাম ধাতু
খ. কর্মবাচ্যের ধাতু
গ. সংযোগমূলক ধাতু
ঘ. সাধিত ধাতু

২৭. কৃৎ প্রত্যয়যোগে গুণ সূত্রে সাধিত শব্দ কোনটি?
ক. মোড়ক
খ. সৌভাগ্য
গ. বার্ষিক
ঘ. দৈনিক

২৮. তদ্বিত প্রত্যয় যোগে বৃদ্ধি সূত্রে সাধিত শব্দ কোনটি?
ক. কর্তব্য
খ. কার্য
গ. পারলৌকিক
ঘ. চলমান

২৯. চিকামারা- শব্দটি অর্থের বিচারে কোন শ্রেণির?
ক. যৌগিক
খ. রূঢ়
গ. যোগরূঢ়
ঘ. নবসৃষ্ট

৩০. যে পদ অব্যয়, ক্রিয়া ও বিশেষণ পদের অর্থকে বিশেষভাবে প্রকাশ করে তার নাম কী?
ক. নাম বিশেষণ
খ. ভাব বিশেষণ
গ. বিধেয় বিশেষণ
ঘ. বাক্য বিশেষণ

৩১. চলিত রীতিতে নাম পুরুষের সম্প্রমাত্মক সর্বনাম পদ এক বচনে কর্মরূপে ব্যবহৃত হয় কোনটি?
ক. তাহার
খ. তাদেরকে
গ. তাঁকে
ঘ. এঁকে

৩২. ছেলে তো নয়, যেন ননীর পুতুল- এ বাক্যে অব্যয়টি কী অর্থ প্রকাশ করেছে?
ক. উপমা
খ. তুলনা
গ. ব্যঙ্গ
ঘ. আদর

৩৩. সাইরেন বেজে উঠল- এ কাব্যে যৌগিক ক্রিয়া কী অর্থ প্রকাশ করে।
ক. কার্যসমাপ্তি
খ. অভ্যস্ততা
গ. আকস্মিকতা
ঘ. নিরন্তরতা

৩৪. কোন ক্রিয়াকাল নিরপেক্ষ?
ক. সমাপিকা
খ. অসমাপিকা
গ. অকর্মক
ঘ. মিশ্র

৩৫. তিনি গতকাল হাটে যাননি- এ বাক্যে কোন কালে ক্রিয়া আছে?
ক. সাধারণ বর্তমান
খ. সাধারণ অতীত
গ. নিত্যবৃত্ত অতীত
ঘ. পুরাঘটিত অতীত

৩৬. কোন বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হলেও শর্তাধীন নয়- এ কর্তাকে কী বলে?
ক. অসমান কর্তা
খ. নিরপেক্ষ কর্তা
গ. শর্তাধীন কর্তা
ঘ. সরল কর্তা

৩৭. অনুজ্ঞার ক্রিয়া কোন পুরুষের ও কোন কালের হয় না?
ক. মধ্যম পুরুষ, অতীতকাল
খ. উত্তম পুরুষ, অতীতকাল
গ. মধ্যম পুরুষ, বর্তমান কাল
ঘ. নামপুরুষ, বর্তমান কাল

৩৮. ধাতুর গণনির্ণয় রীতি কয়টি?
ক. দুটি
খ. চারটি
গ. ২০টি
ঘ. ২২টি

৩৯. নহ্ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?
ক. নহি
খ. নহে
গ. নই
ঘ. নয়

৪০. অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি যুক্ত হয় না?
ক. গুলি, গণ
খ. এ, য়
গ. শূন্য
ঘ. কে, রে

৪১. ছেলেটিকে বিছানায় শোয়াও, বাক্যে ছেলেটি কোন কারক?
ক. কর্তা
খ. কর্ম
গ. অপদান
ঘ. করণ

৪২. ‘কানায় শোক মন্দীভূত হয়’ বাক্যে কানায় কোন কারক?
ক. অধিকরণ
খ. অপাদান
গ. সম্প্রদান
ঘ. কর্ম

৪৩. ‘লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে’ বাক্যে আশ্রিত খণ্ডবাক্যটি কী ধরনের?
ক. বিশেষ্য স্থানীয়
খ. বিশেষণ স্থানীয়
ক. ক্রিয়া বিশেষণ
ঘ. বিশেষণের বিশেষণ

৪৪. ‘দুই হাত সমান চলে যার’ এক কথায় বলে?
ক. সমবাহু
খ. সব্যসাচী
গ. উদ্বাহু
ঘ. অসমবাহু

৪৫. ‘মাথা দেওয়া’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
ক. আগ্রহ
খ. দায়িত্ব নেয়া
গ. শপথ
ঘ. ভাবনা

৪৬. ‘Morning shows the da’-এর সঠিক ভাব অনুবাদ-
ক. সকালের মধ্যে দিবসের শুরু
খ. সকালে দিনের অবস্থা বোঝা যায়
গ. উঠতি মূল পত্তনেই চেনা যায়
ঘ. শিকারি বিড়াল গোঁফে চেনা যায়

৪৭. ‘Shore the rod and spoil the child’-এর ভাব অনুবাদ-
ক. লোহা সোজা না করলে ছেলে নষ্ট হয়
খ. শাস্তি না দিলে ছেলে নষ্ট হয়
গ. অতি আদরে ছেলে নষ্ট
ঘ. আলালের ঘরে দুলাল

৪৮. ‘গধহু সধহ সধহু সরহফ’-এর ভাব অনুবাদ-
ক. নানা মুনীর নানা কথা
খ. অনেক লোক এক কথা বলে
গ. অনেকে একজনকে মানে
ঘ. অতি দর্পে হতালকা

৪৯. ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’-এর অনুবাদ-
ক. To count the chickens before they are hatched
খ.to make a cats paw of a person
গ.to blow hot and cold in the same breath
ঘ. This is but crying in the wilderness

৫০. পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. পাতা খ. লিখিত বিবরণ
গ. সংবাদ প্রেরণ ঘ. স্মারক বা চিহ্ন

উপরে