ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
এসএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি

এসএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - জীব বিজ্ঞান: জীবের প্রজনন

20fours Education | আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৮ ১২:৩৬
এসএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - জীব বিজ্ঞান: জীবের প্রজনন

প্রিয়  এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের  প্রতি অনেক শুভেচ্ছা  ও শুভ কামনা রইল। আশা করি তোমরা ভালো আছ আর তোমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে।
আজ  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য  জীব বিজ্ঞান  এর  'জীবের প্রজনন' অধ্যায় থেকে কিছু গুরুত্বপুর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হল।

 

১. বৃতি খন্ডিত হলে তাকে কী বলে?
ক) উপবৃতি
খ) বিষমবৃতি
গ) বিযুক্তবৃতি
ঘ) যুক্তবৃতি
উত্তর: (গ)

২. প্রজননের জন্য অত্যাবশ্যক –
i. নিউক্লিয়াস
ii. পুংস্তবক
iii. স্ত্রীস্তবক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)

৩. বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুল আকারে বড়
ii. ফুল হালকা ধরনের
iii. মধুগ্রন্থিহীন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)

৪. ।পরাগরেণু বিভাজিত হয়ে তৈরি করে –
i. নালীকোষ
ii. জেনোরেটিভ কোষ
iii. রেণুরন্ধ্র কোষ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)

৫. মেয়েদের নারীসুলভ লক্ষণের সৃষ্টি হয় –
i. প্রোজেস্টেরনের প্রবাবে
ii. অ্যান্ড্রোজেনের প্রভাবে
iii. ইস্ট্রোজেনের প্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৬. মেনোপজ কী?
ক) প্রাক রজস্রাবীয় পর্ব
খ) রজস্রাবীয় পর্ব
গ) রজনিবৃত্তিকাল
ঘ) রজনিরাময়কাল
উত্তর: (গ)

৭. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. থাইরয়েড গ্রন্থি
ii. অমরা
iii. প্যারোটিড গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)

৮. দলাংশের অপর নাম কী?
ক) যুক্তদল
খ) বিযুক্তদল
গ) বৃতি
ঘ) পাপড়ি
উত্তর: (ঘ)

৯. উন্নত শ্রেণির জীব কীভাবে প্রজাতির ধারা অব্যাহত রাখে?
ক) অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
খ) মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে
গ) মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে
ঘ) ইন্টারফেজের মাধ্যমে
উত্তর: (খ)

১০. প্রজনন সংক্রান্ত হরমোন নিঃসরণ করে –
i. পিটুইটারি গ্রন্থি
ii. ওভারি
iii. অ্যাড্রেনাল গ্রন্থি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (গ)

১১. স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি?
ক) শুক্রাণু
খ) ডিম্বাণু
গ) জাইগোট
ঘ) মরুলা
উত্তর: (গ)

১২. টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে?
ক) ডিম্বাশয়
খ) অগ্নাশয়
গ) শুক্রাশয়
ঘ) মলাময়
উত্তর: (গ)

১৩. নিচের কোনটিতে একগুচ্ছ গরাগদন্ড থাকে?
ক) শিমুল
খ) সূর্যমুখী
গ) জবা
ঘ) সব কয়টি
উত্তর: (গ)

১৪. গর্ভাশয় ফলে পরিণত হলে তাকে কী বলে?
ক) প্রকৃত ফল
খ) অপ্রকৃত ফল
গ) নীরস ফল
ঘ) গুচ্ছ ফল
উত্তর: (ক)

১৫. পরাগরেণু অঙ্কুরিত হয়ে কিসে পরিণত হয?
ক) পুংজননে
খ) যুক্তধানীতে
গ) পরাগথলিতে
ঘ) পোলেন টিউবে
উত্তর: (ঘ)

১৬. উন্নত উদ্ভিদে –
i. দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়
ii. এদের ভিন্নবাসী উদ্ভিদ বলে
iii. এদের সহবাসী উদ্ভিদ বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)

১৭. প্রকৃত ফলের উদাহরণ কোনটি?
ক) আম
খ) আপেল
গ) চালতা
ঘ) আঙ্গুর
উত্তর: (ক)

১৮. পানি পরারী ফুল কোনটি?
ক) কচুরী
খ) পাতশ্যাওলা
গ) কলমি
ঘ) পদ্ম
উত্তর: (খ)

১৯. একটি অপরিণত পরাগধানী কোন কলা দ্বারা গঠিত হয়?
ক) সরল
খ) জটিল
গ) ভাজক
ঘ) জাইলেম
উত্তর: (গ)

২০. প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে কী বলে?
ক) ফল
খ) বীজ
গ) ফুল
ঘ) মূল
উত্তর: (গ)

২১. চালতা কোন ফলের উদাহরণ?
ক) অপ্রকৃত
খ) প্রকৃত
গ) গুচ্ছ
ঘ) সরল
উত্তর: (ক)

২২. ত্রিমিলন কী?
ক) পুং জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন
খ) পুং জননকোষ ও প্রতিপাদ কোষের মিলন
গ) পুং জননকোষ ও সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন
ঘ) পুং জননকোষ ও ডিম্বাণুর মিলন
উত্তর: (গ)

২৩. পরাগধানী একগুচ্ছে থাকলে তাকে কী বলে?
ক) যুক্তধানী
খ) বিযুক্তধানী
গ) দললগ্ন
ঘ) দলমন্ডল
উত্তর: (ক)

২৪. পানিপরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে –
i. ফুলের সুগন্ধ নেই
ii. আকারে ক্ষুদ্র ও হালকা
iii. ফুল মধুগ্রন্থিযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)

২৫. ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় কত সপ্তাহ অবস্থান করে?
ক) ৩৬
খ) ৩৮
গ) ৪০
ঘ) ৪২
উত্তর: (গ)

২৬. সস্যকোষের প্রকৃতি কীরূপ?
ক) হ্যাপ্লয়েড
খ) ডিপ্লয়েড
গ) ট্রিপ্লয়েড
ঘ) টেট্রাপ্লয়েড
উত্তর: (গ)

২৭. গর্ভাবস্থায় অমরা কী কাজে লাগে?
ক) ভ্রূণ ও মাতৃ জরায়ুর টিস্যুর সম্পর্ক স্থাপনে
খ) ভ্রূণ ও মাতৃদেহের শ্বসনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
গ) ভ্রূণ ও মাতৃদেহের স্নায়ুতন্ত্রের সম্পর্ক স্থাপনে
ঘ) ভ্রূণ ও মাতৃদেহের রেচনতন্ত্রের সম্পর্ক স্থাপনে
উত্তর: (ক)

২৮. হরমোন –
i. স্বল্পমাত্রায় নিঃসৃত হয়
ii. দৈহিক বৃদ্ধি করে
iii. একটা শর্করা জাতীয় পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (ক)

২৯. জরায়ুর অন্তঃগাত্রে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে কী বলে?
ক) গর্ভধারণ
খ) ভ্রূণ পরিস্ফুটনকাল
গ) গর্ভাবস্থা
ঘ) অমরাবিন্যাসকাল
উত্তর: (গ)

৩০. হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?
ক) এনজাইম
খ) স্নায়ু
গ) লসিকা
ঘ) রক্ত
উত্তর: (ঘ)

৩১. n সংখ্যক ক্রোমোজোম থাকে – i. জাইগোটে ii. ডিম্বাণুতে iii. শুক্রাণুতে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)

৩২. গর্ভযন্ত্রের মাঝের কোষটিকে কী বলে?
ক) জাইগোট
খ) ভ্রূণ
গ) শুক্রাণু
ঘ) ডিম্বাণু
উত্তর: (ঘ)

৩৩. যুক্তধানী ফুলের –
i. পরাগদন্ড একগুচ্ছে থাকে
ii. পরাগধানী একগুচ্ছে থাকে
iii. উদাহরণ হচ্ছে সূর্যমুখী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (খ)

৩৪. জাইগোট কত প্রস্থ ক্রোমোজোম বহন করে?
ক) এক
খ) দুই
গ) তিন
ঘ) চার
উত্তর: (খ)

৩৫. যে শাখায় ফুলগুলো বিশেষ নিয়মে সাজানো থাকে ফুলসহ তাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জরি
খ) মঞ্জরিদন্ড
গ) পুষ্পাক্ষ
ঘ) মঞ্জরিপত্র
উত্তর: (ক)

৩৬. স্ব-পরাগায়ন হয় – i. কুমড়া ফুলে ii. শিমুল ফুলে iii. ধুতুরা ফুলে নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: (গ)

৩৭. বহিঃনিষেক হয় কোন প্রাণীতে?
ক) পাখি
খ) মাছ
গ) বাদুর
ঘ) ইঁদুর
উত্তর: (খ)

৩৮. নিষেকের পর গর্ভাশয় ও মাইক্রোপাইল পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
ক) ফল ও বীজরন্ধ্র
খ) ফলত্বক ও বীজনাভি
গ) বীজ ও বীজের বোঁটা
ঘ) টেস্টা ও বীজমূল
উত্তর: (ক)

৩৯. গর্ভাবস্থার সময়কাল সাধারণত কত?
ক) ৪০-৫০ সপ্তাহ
খ) ৩৮-৪০ সপ্তাহ
গ) ৩০-৪০ সপ্তাহ
ঘ) ৩৫-৪০ সপ্তাহ
উত্তর: (খ)

৪০. কোন অংশটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক?
ক) দলমন্ডল
খ) বৃতি
গ) পুষ্পাক্ষ
ঘ) পুংস্তবক
উত্তর: (ক)


এই অধ্যায়ের আরও কিছু প্রস্ন দেওয়া হল-

১. যৌন জননে কয়টি জনন কোষ মিলিত হয়?
ক) ৫টি
খ) ৪টি
গ) ৩টি
ঘ) ২টি


২. জাইগোটের বিভাজন কোনটি?
ক) এমাইটোটিক
খ) মিয়োটিক
গ) সব ক’টি
ঘ) মাইটোটিক


৩. বৃন্তযুক্ত ফুলকে কী বলা হয়?
ক) অবৃন্তক ফুল
খ) সবৃন্তক ফুল
গ) সম্পূর্ণ ফুল
ঘ) অসম্পূর্ণ ফুল


৪. খণ্ডিত বৃতিকে কী বলে?
ক) বিযুক্ত বৃতি
খ) যুক্ত বৃতি
গ) বৃত্যাংশ
ঘ) দল


৫. পুংস্তবকে থলির মতো অংশটি কী?
ক) পুংকেশর
খ) পুংদণ্ড
গ) পরাগথলি
ঘ) পরাগনালী


৬. গর্ভপত্র আলাদা থাকলে তাকে কী বলে?
ক) বিযুক্ত গর্ভপত্রী
খ) যুক্ত গর্ভপত্রী
গ) গর্ভদণ্ড
ঘ) গর্ভমুণ্ড


৭. ফুলসহ শাখাকে কী বলে?
ক) পুষ্পমঞ্জুরি
খ) মঞ্জুরিদণ্ড
গ) পুষ্পাক্ষ
ঘ) পুষ্পপুট


৮. প্রতিটি পরাগরেণু কী?
ক) ডিপ্লয়েড কোষ
খ) ট্রিপ্লয়েড কোষ
গ) পলিপ্লয়েড কোষ
ঘ) হ্যাপ্লয়েড কোষ


৯. পরপরাগায়ন ঘটে নিচের কোনটিতে?
ক) শিমুল
খ) কুমড়া
গ) ধুতুরা
ঘ) শিম


১০. হরমোন নিঃসরণকারী গ্রন্থি কয়টি?
ক) ৩টি
খ) ৪টি
গ) ৫টি
ঘ) ৬টি


১১. শুক্রাশয় নিঃসৃত হরমোন কোনটি?
ক) ইস্টোজেন
খ) প্রোজেস্টেরন
গ) থাইরক্সিন
ঘ) টেস্টোস্টেরন


১২. অমরা থেকে নিঃসৃত হয় কী?
ক) গোনাডোট্রপিক হরমোন
খ) টেস্টোস্টেরন হরমোন
গ) ইস্টোজেন হরমোন
ঘ) থাইরক্সিন হরমোন


১৩. ভ্রƒণ থেকে মা কী গ্রহণ করে?
ক) অ্যামাইনো এসিড
খ) খনিজ লবণ
গ) অক্সিজেন
ঘ) কার্বনডাই-অক্সাইড


১৪. একটি আদর্শ ফুলের-
i. ৫টি অংশ থাকে
i i. ২টি অংশ অতীব গুরুত্বপূর্ণ
i i i. ২টি অংশ সরাসরি প্রজননে অংশ নেয়
নিচের কোনটি সঠিক?
ক) i, i i
খ) i i, i i i
গ) i, i i ও i i i
ঘ) i ও i i i


১৫. বৃতির কাজ হলো-
i. ফুলকে আকর্ষণীয় করা i i. পরাগায়নে সাহায্য করা
i i i. পোকার আক্রমণ থেকে ফুলকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i
খ) i i i
গ) i i ও i i i
ঘ) i, i i ও i i i


১৬. স্বপরাগায়ন ঘটে-
i. একই ফলে i i. একই গাছের ভিন্ন দু’টি ফুলে
i i i. ভিন্ন ভিন্ন গাছের দু’টি ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও i i i
খ) i, i i ও i i i
গ) i ও i i
ঘ) i


উত্তর : ১.ঘ ২.ঘ ৩.খ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.ক ১০.ঘ ১১.ঘ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.ক।

উপরে