ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
এসএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি

এসএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি- বাংলা ১ম পত্রঃ পালামৌ

এসএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি- বাংলা ১ম পত্রঃ পালামৌ

বাংলা ১ম পত্রের বহুনির্বাচনির প্রতিটি অধ্যায় ভিত্তিক আলোচনার আজ গদ্য অংশ থেকে আলোচনা করব।

আলোচ্য বিষয়ঃ পালামৌ (সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়)

প্রথমে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক-

    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহন করেন ১৮৩৪ সালে।
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়  জন্মস্থান চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে ।
    ১৮৮৯ সালে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের  উপন্যাস : মাধবীলতা, জলপ্রতাপ চাঁদ।
    গল্পগ্রন্থ : রামেশ্বরের অদৃষ্ট, দামিনী।
    পালামৌ রচনাটি "পালামৌ' উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
    তিনি সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর।
    তিনি মেদিনীপুর জেলা স্কুল ও হুগলী কলেজে শিক্ষালাভ করেন
    নিজের চেষ্টায় ইংরেজি সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন।
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পগ্রন্থ- রামেশ্বরের অদৃষ্ট।
    প্রস্তরময় শব্দের অর্থ- মাটি পাথরের মতো হয়ে যাওয়া।
    অশীতিপরায়ণা বলতে আশির অধিক বয়স বিশিষ্ট বৃদ্ধা কে বোঝায়।
    পরগনা বলতে বোঝায়- অনেকগুলো গ্রামের সমষ্টি।
    'পালামৌ' গল্পে সাধু ভাষারীতি ব্যাবহার করা হয়েছে।
    'পালামৌ' স্বৃতিচারণমূলক রচনা।


এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নগুলো নিচে দেওয়া হল।

১. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কি হিসাবে খ্যাতি অর্জন করেন?
(ক) নাট্যকার  (খ) চিত্রকার  ( গ) কথাসাহিত্যিক  (ঘ) উপন্যাসিক
উত্তরঃ কথাসাহিত্যিক

২.  সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এর শ্রেষ্ঠ রচনা কোনটি?
(ক) মাধবীলতা   (খ) জলপ্রতাপ চাঁদ  ( গ) কপাল কুন্ডলা  (ঘ) পালামৌ
উত্তরঃ পালামৌ

৩.  সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ গল্পগ্রন্থ কোনটি?
(ক) মাধবীলতা   (খ) জলপ্রতাপ চাঁদ  ( গ) রামেশ্বরের অদৃষ্ট (ঘ) পালামৌ
উত্তরঃ রামেশ্বরের অদৃষ্ট

৪. 'পালামৌ' কি জাতীয় রচনা?
(ক) গল্প   (খ) উপন্যাস  ( গ) ভ্রমন উপন্যাস    (ঘ)  নাটক
উত্তরঃ ভ্রমন উপন্যাস

৫. কোন বয়সে লেখক 'পালামৌ' গিয়েছিলেন?
(ক) যৌবনকালে (খ) বয়সকালে ( গ) যুবককালে   (ঘ) মাঝবয়সে
উত্তরঃ যৌবনকালে

৬. পালামৌ অঞ্চলে প্রধানত কোন জাতির লোকের বাস?
(ক) মারাঠি (খ) গুজরাটি (গ) কোল (ঘ) মুণ্ডারি
উত্তরঃ কোল

৭. মৃত্তিকার স্তুপ দেখলে বাঙ্গালির আনন্দ হয় কেন?

(ক) ভ্রমনের জন্য   (খ) আহরণের জন্য  ( গ) নতুনত্বের জন্য  (ঘ) সুন্দর বলে  
উত্তরঃ নতুনত্বের জন্য

৮. লেখক পালামৌ'র উদেশ্যে কখন যাত্রা করেছিলেন?
(ক) রাত্রি দেড় প্রহরে  (খ) রাত্রি শেষ প্রহরে  ( গ) মাঝরাতে  (ঘ) সকালে
উত্তরঃ রাত্রি দেড় প্রহরে

৯. লেখক পালামৌ' এ প্রবেশ করলেন কখন?
(ক) রাত্রি দেড় প্রহরে  (খ) রাত্রি শেষ প্রহরে  ( গ) অপরাহ্ণে (ঘ) সকালে
উত্তরঃ অপরাহ্ণে

১০.দুই বছরের শিশুটি হাত থেকে পয়সাটি ফেলে দিল কেন?
(ক)রাগ করে   (খ) অপমানে  ( গ) বোধের অভাবে  (ঘ) এমনি
উত্তরঃ বোধের অভাবে

১১. পর্বতের দূরত্ব নির্ধারন করা কাদের পক্ষে কঠিন?
(ক) নারীদের   (খ) পুরুষদের  ( গ) বাঙ্গালিদের  (ঘ) হিন্দুস্থানিদের
উত্তরঃ বাঙ্গালিদের

১২. লেখক পাহাড় দেখে চমৎকৃত হয়েছেন কেন?
(ক) মাটি দেখে  (খ) পানি দেখে  ( গ) পাহাড় দেখে  (ঘ) ঝর্না দেখে
উত্তরঃ পাহাড় দেখে

১৩. বালকদের শোবার ঘরে কয়টা খাট পাতানো ছিলো?
(ক) ১টা  (খ) ৩টা  ( গ) ৫টা   (ঘ) ৬টা
উত্তরঃ ৫টা

১৪. কতগুলো কোলবালক একত্রে কি চড়াচ্ছিল?
(ক) মহিষ  (খ) গরু  ( গ) উট  (ঘ) ছাগল
উত্তরঃ মহিষ

১৫. কোল পুরুষদের জীবনীশক্তি কমে আসে কেন?
(ক) প্রকৃতির নিয়মে  (খ) কর্মহীনতার কারণে  (গ) মদ্যপানের কারণে  (ঘ) অতি পরিশ্রমের কারণে
উত্তরঃ  কর্মহীনতার কারণে

১৬.  ‘পালামৌ ’ রচনায় কোল পুরুষদের লেখক কাদের সঙ্গে তুলনা করেছেন?
 (ক) বয়োজ্যেষ্ঠদের  (খ) বঙ্গমহিলাদের  (গ) বঙ্গপুরুষদের   (ঘ) ইউরোপীয় সাহসীদের
উত্তরঃ বঙ্গমহিলাদের

১৭. কোল জাতির যুবতিদের বৈশিষ্ট্য হল-
(ক)  সংস্কৃতিমনা ও ঘর কন্যা  (খ) বলিষ্ঠ ও আশ্চর্য কান্তি বিশিষ্ট  (গ)  ধর্মভীরু ও পরিশ্রমী (ঘ)  শ্রমবিমুখ ও সুন্দরী
উত্তরঃ বলিষ্ঠ ও আশ্চর্য কান্তি বিশিষ্ট

১৮.  ‘আদিম অবস্থায় সকল পুরুষই সাহসী ছিল’- কেন ছিল?
(ক)  শরীরের শক্তিবলে (খ)  পরিণাম জানা ছিল না বলে  (গ)  জঙ্গলবাসী ছিল বলে  (ঘ)  দল বেঁধে থাকত বলে
উত্তরঃ পরিণাম জানা ছিল না বলে


১৯. ‘পেনাল কোড’ দ্বারা লেখক কী বুঝিয়েছেন?
(ক)  ফৌজদারী  মামলা দন্ডবিধি  (খ)  দেওয়ানী মামলার দন্ডবিধি  (গ)  দ্রুতবিচার মামলার দন্ডবিধি  (ঘ)  আন্তর্জাতিক মামলার দন্ডবিধি
উত্তরঃ ফৌজদারী  মামলা দন্ডবিধি

২০. কোল সংস্কৃতির সাথে নিচের কোনটা সম্পর্কিত?
(ক) নাচ   (খ) গান  ( গ) নাটক  (ঘ) বাঙ্গালি আচরণবিধি
উত্তরঃ নাচ


২০. পালামৌ’ গল্পে কোন ভাষারীতি ব্যবহার করা হয়েছে?
 (ক)  মিশ্র  (খ)  চলিত (গ)  সাধু (ঘ)  আঞ্চলিক
উত্তরঃ সাধু

২১. আদিম অবস্থায় সব পুরুষই সাহসী ছিল, কারণ-
(ক)  সাহসী না হলে বেঁচে থাকা যেত না  (খ)  তাদের ফলাফল জ্ঞান হয়নি (গ)  নারীদের রক্ষার জন্য  (ঘ)  অন্য গোত্রের সাথে যুদ্ধ করতে হতো
উত্তরঃ তাদের ফলাফল জ্ঞান হয়নি

২২. যুবাদের খোঁপায় কি ছিল?
ক)বুনো ফল   (খ) বাঘের চামড়া  ( গ) কাঠের চিরুনি  (ঘ) হাতির দাঁত
উত্তরঃ কাঠের চিরুনি

২৩.কোল যুবতীদের নৃত্যানুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়?
(ক)  দিঘির পাড়ে  (খ)  নদীর পাড়ে  (গ)  বটবৃক্ষতলে  (ঘ)  কদম্ববৃক্ষ তলে
উত্তরঃ কদম্ববৃক্ষ তলে

২৪. ‘পালামৌ’ রচনায় প্রকাশ পেয়েছে লেখকের-
(ক)  আবেগ  (খ)  ঐতিহ্যচেতনা  (গ)  কৌতূহল  (ঘ)  গাম্ভীর্য
উত্তরঃ কৌতূহল  

২৫. কোলদের নৃত্যানুষ্ঠানের মুল কারণ কি ছিল?
(ক) অনুষ্ঠান (খ) বিয়ে  (গ) ধর্মীয় আচার  (ঘ) ঐতিহ্য
উত্তরঃ ঐতিহ্য

২৬. ‘পালামৌ’ রচনাটি কোন ঢঙে রচিত?
(ক)  সাবলীল  (খ)  সিনেম্যাটিক  (গ)  নাটকীয়  (ঘ)  কাব্যিক
উত্তরঃ সিনেম্যাটিক  

২৭. নিচের কোন বিষয়টিতে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পান্ডিত্য ছিল?
(ক)  রাজনীতি  (খ)  ইতিহাস   (গ)  দর্শন   (ঘ)  গণিত
উত্তরঃ ইতিহাস  

২৮. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের –
 i. সহোদর
 ii. অনুজ
 iii. অগ্রজ
নিচের কোনটি সঠিক?
(ক)  i ও ii  (খ)  i  ও iii   (গ)  ii ও iii (ঘ)  i, ii ও iii
উত্তর:  i  ও iii

২৯. ‘কলা কাঁদির হিসাব’ বলতে লেখক বুঝিয়েছেন-
  i. বড় বড় বিষয়ের প্রতি লক্ষ করা
  ii. সূক্ষ্ম বিষয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা
  iii. বৃহৎ সূক্ষ্ম উভয় বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া
নিচের কোনটি সঠিক?
(ক)  i  (খ)   ii  (গ)  iii  (ঘ)   i, ii ও iii
উত্তরঃ  iii

৩০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সাদৃশ্য রয়েছে-
  i. সম্পর্কে
  ii. পেশায়
  iii. বয়সে
নিচের কোনটি সঠিক?
(ক)   i ও ii  (খ)   i  ও iii  (গ)  ii ও iii  (ঘ)   i, ii ও iii
উত্তর:  i ও ii

৩১. পালামৌ একটি-
  i. শহর
  ii. নগর
  iii. পরগনা
নিচের কোনটি সঠিক?
(ক)  i  (খ)   ii  (গ)  iii (ঘ)   i, ii ও iii
উত্তর: iii

উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:

প্রায় পাঁচ শ ফুট উঁচু বলে , না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একট ধারণা করা যায় না। এমনকি চোখের সামনে দেখেও এর উচ্চতা সম্পর্কে ধারণা করা যায় না।
চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে পাঁচ শ ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো,
তবে স্পষ্ট বোঝা যেত- পাঁচ শ ফুটের উচ্চতা কতখানি উঁচু।

৩২. পালমৌ রচনার পাহাড় ও পিরামিডের মধ্যে সাদৃশ্য কোথায়?
(ক) উচ্চতায়  (খ) নামে   (গ) জায়গায় মাধুর্যে  (ঘ) স্থানে
উত্তরঃ উচ্চতায়  

৩৩. উদ্দীপক ও ‘পালামৌ’ রচনার বৃম তৈরি করতে পারে-
 i. পাহাড়
 ii. পিরামিড
 iii. অশ্বতথবৃক্ষ

নিচের কোনটি সঠিক?
(ক) i  (খ)  ii   (গ) i ও ii   (ঘ) iii
উত্তরঃ  ii

৩৪. উদ্দীপকের লেখক ও ‘পালামৌ’ রচনার লেখক উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে-
 i. সবাইকে সচেতন করা
 ii. ভ্রম দূর করা
 iii. অনাগ্রহী করা
নিচের কোনটি সঠিক?
(ক) i  (খ) i ও ii  (গ) i  ও iii  (ঘ) ii ও iii
উত্তরঃ i ও ii

৩৫. লেখকের মতে, বাঙালি নারীদের দ্রুত বেড়ে ওঠার কারণ কী?
(ক) অলসতা  (খ) পরিবেশ-পরিস্থিতি  (গ) পরিশ্রম  (ঘ)  বাল্যবিবাহ
উত্তরঃ অলসতা

উপরে