ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
ফেইস মাস্ক হিসেবে নারিকেলের পানি

ফেইস মাস্ক হিসেবে নারিকেলের পানি

20fours Desk | আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৭
ফেইস মাস্ক হিসেবে নারিকেলের পানি

রূপচর্চায় নারিকেলের ব্যবহার করা হয় বহুদিন ধরেই। এছাড়া খাবার হিসেবেও এটি জনপ্রিয়। নারিকেল তেলের রান্না করা খাবার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি দেয়।নারকেল দুধ ত্বক ও চুলের যত্নে ব্যাপক ভুমিকা পালন করে, কিন্তু এটা কি জানেন! নারকেল তেল এবং নারকেল দুধের পাশাপাশি নারকেল পানিও আপনার ত্বকের জন্য বেশ উপকারী!। হ্যাঁ ঠিকই শুনেছেন ফেইস মাস্ক হিসেবে নারকেল  পানি অনেক বেশি কার্যকর।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ফেইস মাস্ক হিসেবে নারিকেলের পানির ব্যবহারঃ

উপকরণঃ
১। হলুদ
২। চন্দন গুঁড়ো
৩। নারকেল পানি।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। এক টেবিল চামচ করে হলুদ ও চন্দনের গুড়া নিন।
২। এবার তাতে তিন থেকে পাঁচ টেবিল চামচ নারিকেলের পানি নিয়ে হলুদ ও চন্দনের গুড়ার সাথে মিক্স করুন।
৩। এবার ফেইস-প্যাকটি মুখে আলতো হাতে লাগিয়ে নিন এবং ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দ্বারা ধুয়ে ফেলুন।

এছাড়াও ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার সময় প্রতিদিন দু’বার নারিকেলের পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

উপরে