ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ত্বকের সৌন্দর্য

ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গোলাপ জল-মধু

20Fours Desk | আপডেট : ৯ জুলাই, ২০১৯ ১১:২১
ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গোলাপ জল-মধু

প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে কীভাবে একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ, নষ্ট হয়ে যাচ্ছে ওজ়োন স্তর, বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ। তাই এই মুহূর্ত থেকেই পরিবেশ সচেতন হয়ে ওঠা ছাড়া উপায় নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে পরিবেশকে বাঁচানোর আর আপনার রূপ-রুটিনও তার ব্যতিক্রম নয়।রোদা পোড়া থেকে শুরু করে বাহিরে বের হলেই দেখা দেয় ত্বকের নানান সমস্যা আর এই সকল সমস্যার সমাধানে সবসময় বাহিরে যাওয়া সম্ভব ও হয়না তাই প্রয়োজন ঘরোয়া এবং সহজ উপায়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখার উপায়, আর তাইতো আজকের লেখায় থাকছে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গোলাপ জল-মধু ব্যবহারের উপায়।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের সৌন্দর্য ধরে রাখতে গোলাপ জল-মধু এর ব্যবহার পদ্ধতিঃ

উপকরণঃ
(১) গোলাপজল
(২) মধু

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ গোলাপ জল একত্রে মেশান। তারপর এটি মুখে লাগান। এর ১০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। এভাবে তা নিয়মিত ব্যবহার করুন। দেখবেন ত্বকের উজ্জ্বল্য ফিরে আসছে।

নিয়মিত গোলাপ পানি ও মধুর প্যাক ব্যবহারে ত্বকের শুষ্কতা দূর হবে এবং মৃত ত্বক সরে যাবে সেই সাথে ত্বক থাকবে কোমল ও নমনীয়।

উপরে