ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি

গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর করতে পুদিনা

20Fours Desk | আপডেট : ৪ জুলাই, ২০১৯ ০০:৩৫
গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর করতে পুদিনা

গরমকাল এলেই একটাই চিন্তাই মাথায় ঘোরে৷ সেটি হল ত্বক৷ ত্বককে ঠিক রাখতে কত কিছুই না করা হয়৷ যা বলে সেটাই একবার করে পরীক্ষা করা হয়ে থাকে৷ আবার কারোর ত্বক যদি তৈলাক্ত প্রকৃতির হয়৷ তাহলে দুশ্চিন্তা দ্বিগুণ হয়ে যায়৷ গরমে ঘামও হয় বেশি৷ তাই ধুলোবালি খুব সহজেই ত্বকে মেখে যায়, ফলে ত্বকে চুলকানি এবং অস্বস্তি শুরু হয়। তাই আজকের লেখায় থাকছে   গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর করতে পুদিনা পাতার একটি সহজ প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক গরমে ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর করতে পুদিনা পাতার প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) পুদিনা পাতা
(২) মুলতানি মাটি

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১ আঁটি পুদিনা পাতা ভালো করে ধুয়ে বেটে নিন।
(২) আধা কাপ মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন।
(৩) মুখ ও গলায় লাগিয়ে রাখুন ফেসপ্যাকটি।
(৪) শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের চুলকানি ও অস্বস্তি দূর কতে পারে পুদিনা পাতা সেই সাথে মুলতানি মাটি ত্বক থেকে অতিরিক্ত তেল শুষে নেয়।

উপরে