ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ভিটামিন ই ব্যবহার

ভিটামিন ই ব্যবহারে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ হবে

20Fours Desk | আপডেট : ২ জুলাই, ২০১৯ ১১:১৩
ভিটামিন ই ব্যবহারে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ হবে

২৫ এর কোঠায় পা পড়তেই আমাদের কেমন যেন আত্মসচেতনতা বেড়ে যায়। আয়নায় দেখে ভাবতে বসে যায় অনেকেই যে চোখের আশেপাশে ফাইন লাইনস পড়ছে কিনা, কপালে হাল্কা রিংকেল-এর ছাপ পড়ছে কিনা… আরও কত কী! তাইতো এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে একটা সহজ উপায় থাকছে আজকের লেখায় যা ব্যবহারে আপনার  সুন্দর ত্বকে থাকবে তারুণ্যের দীপ্তি।

চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধে ভিটামিন-ই এর ব্যবহারঃ

উপকরণঃ
১ টি ভিটামিন ই ক্যাপসুল
কয়েক ড্রপ অর্গানিক নারকেল তেল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১ টি ভিটামিন ই ক্যাপসুল নিন এবং এটি ছিদ্র করে এর মধ্য থেকে সাবধানে তরলটি বের করে নিয়ে একটি বাটিতে ঢালুন।
(২) এবারে এর সাথে কয়েক ফোটা অর্গানিক নারকেল তেল মিশিয়ে নিন ভালোভাবে।
(৩) এবার আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে, শুকনো করে মুছে নিন। তারপর ভিটামিন ই এবং নারকেল তেলের মিশ্রণটি আঙুল দিয়ে আপনার মুখে প্রায় দু’ মিনিট যাবত  ম্যাসাজ করুন।
(৪) এভাবে  প্রতিদিন রাতে ব্যবহারে দ্রুত আপনার বলিরেখা কমে আসবে।

ভিটামিন ই স্কিন-কে হাইড্রেট করে এবং বলিরেখার জন্য দায়ী ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে।  এতে রয়েছে টেকোফেরোল, যা একটি অ্যান্টি-অক্সিডেন্ট এবং এটি নিস্তেজ স্কিন-কে সজীব করে তোলে এবং স্কিন ড্যামেজ হয়ে যাওয়া থেকে রক্ষা করে।

উপরে