ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
অ্যান্টি-রিংকেল স্কিনের জন্য ভিটামিন ই মাস্ক

অ্যান্টি-রিংকেল স্কিনের জন্য ভিটামিন ই মাস্ক

20Fours Desk | আপডেট : ২ মে, ২০১৯ ১২:০০
অ্যান্টি-রিংকেল স্কিনের জন্য ভিটামিন ই মাস্ক

বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের কানেকক্টিভ টিস্যুতে থাকা কোলাজেন এবং ইলাস্টিন দুর্বল হয়ে পড়ে ফলে ত্বকের টানটান ভাব কমতে থাকে। ফলশ্রুতিতে চামড়া কুঁচকে যাওয়া, ভাঁজ পড়া বা ঝুলে যাওয়া ইত্যাদি নানা সমস্যা তৈরী হয় যেগুলো রিঙ্কেল হিসাবে পরিচিত। এটি হয় আমাদের শরীরে এন্টিঅক্সিডেন্ট কমে যাওয়ার ফলে। এটি সাধারণত মুখে, গলায় এবং হাতে দেখা যায়। অ্যান্টি-রিংকেল প্রতিকারে অনেক রকম মাস্ক রয়েছে তবে আজকের লেখাতে থাকছে ভিটামিন সমৃদ্ধ মাস্ক আর তা হলো ভিটামিন ই মাস্ক।


চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক অ্যান্টি-রিংকেল প্রতিকারে ভিটামিন ই মাস্ক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ভিটামিন ই ট্যাবলেট
(২) টক দই
(৩) মধু
(৪) লেবুর রস

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ৩টি ভিটামিন ই ট্যাবলেটের কনটেন্ট একটি বাটিতে নিন তারপর এতে যোগ করুন ২ টেবিল চামচ টক দই, ১/২ চা চামচ মধু এবং ১/২ চা চামচ লেবুর রস।

(২) এই মিশ্রণটি একটি কটন বলের সাহায্যে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। তারপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

নিয়মিত এই ভিটামিন - ই মাস্কটি ব্যবহার করুন এবং অ্যান্টি-রিংকেল প্রতিকার করুন ঘরে বসেই।

উপরে