ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
গরমে টক দই আর তরমুজের কুলিং ফেসপ্যাক

গরমে টক দই আর তরমুজের কুলিং ফেসপ্যাক

20Fours Desk | আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯ ১০:৩২
গরমে টক দই আর তরমুজের কুলিং ফেসপ্যাক

বৈশাখের এই প্রবল খটখটে গরমে তরমুজের শরবতে গলা ভিজিয়ে নেওয়ার ইচ্ছে যেমনটা হয়। ঠিক তেমনি আপনার ত্বকেরও কিন্তু একইরকম ইচ্ছে হচ্ছে।  মানে রোদে পুড়ে যাওয়া ত্বক পরিচর্যার প্রথম ধাপটাই হল তাকে শীতল করা। আর এই ঠান্ডা করার কাজটাই করতে আজকের লেখাতে থাকছে গরমে টক দই আর তরমুজের কুলিং ফেস-প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক গরমে টক দই আর তরমুজের কুলিং ফেস-প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) টক দই
(২) তরমুজ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) কয়েক টুকরো তরমুজ এক কাপ টক দইয়ে দিয়ে ব্লেন্ড করে নিন।
(২) তারপর এই প্যাক মুখে আর শরীরের রোদে পোড়া অংশে আলতো হাতে লাগিয়ে নিন।
(৩) ২০ মিনিট রেখে দিন তারপর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দই ত্বক নরম রাখে আর তরমুজের রসে ত্বক শীতল হয়। রোদে পোড়া ত্বকে আরাম দিতে দই-তরমুজের জুড়ি নেই। তাই এই গরমে আপনার ত্বক কুল রাখতে ব্যবহার করুন চমৎকার এই ফেস-প্যাকটি।

উপরে