ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
গরমের রূপচর্চা

গরমের রূপচর্চাতে ঘরোয়া টোটকা

20Fours Desk | আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯ ১২:৫৬
গরমের রূপচর্চাতে ঘরোয়া টোটকা

শুরু হয়ে গেছে গরমের তাপ, আর গরম হোক আর ঠাণ্ডা বাহিরে তো নানান কাজে বের হতেই হয় আর এতে করে সব থেকে বেশি ক্ষতি হয় আপনার ত্বকের, রোদে পোড়া দাগ থেকে শুরু করে নানান রকম সমস্যা। এছাড়াও ত্বক শুষ্ক, আর্দ্রতাহীন ও খসখসে হয়ে ওঠে। তার উপরে ক্রমাগত ঘামের জন্য তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে নানা রকম ত্বকের সমস্যা যেমন, পিম্পলস-অ্যাকনে বেড়ে যায়।তাইতো আজকের লেখাতে থাকছে গরমের রূপচর্চাতে ঘরোয়া টোটকা।

চলুন তাহলে জেনে নেওয়া যাক গরমের রূপচর্চাতে ঘরোয়া টোটকাঃ

উপকরণঃ
(১) কমলালেবুর রস ৩ টেবিল চামচ
(২) নিমপাতা বাটা ৩ টেবিল চামচ
(৩) দুধ ২ টেবিল চামচ।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালোভাবে মিশিয়ে নিন।
(২) এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান।
(৩) শ্রণটি ঘন  হলে আলতো হাতে মুখে মেখে ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন।

তাহলে গরমকে আর ভয় পাবেন না। কারণ ত্বকের বন্ধু তো হাতের কাছেই রইল।এই গরমে তাহলে ঘরোয়া এই টোটকা ব্যবহার করুন সুন্দর থাকুন।

উপরে