ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
শীতের ত্বকের যত্নে ফেসপ্যাক

শীতের ত্বকের যত্নে প্রাকৃতিক ফেসপ্যাক

20fours Desk | আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ১৯:৩০
শীতের ত্বকের যত্নে প্রাকৃতিক ফেসপ্যাক

শীতে ত্বকের আর্দ্রতা কমে যায়। ত্বক নিস্তেজ ও অনুজ্জ্বল হয়ে পড়ে। এ কারণে অন্যান্য ঋতুর চেয়ে শীতে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং দীপ্তিময় ত্বক পেতে ঘরেই প্রাকৃতিক ফেসপ্যাক তৈরি করতে পারেন।আর তার জন্য আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য এমনি এক প্রাকৃতিক ফেস-প্যাক। আর তা তৈরি করতে ব্যবহৃত হবে এমনি দুটি প্রাকৃতিক উপাদান যা আপনাদের হাতের নাগালেই পাবেন।

চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক শীতের ত্বকের যত্নে প্রাকৃতিক ফেসপ্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ১ চা চামচ তাজা স্ট্রবেরি রস
(২) গোলাপজল ১ চামচ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ১ চা চামচ তাজা স্ট্রবেরি রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন।
(২) এবার এই মিশ্রণ আপনার মুখের ত্বকে আলতো হাতে লাগিয়ে নিন।
(৩) প্যাকটি ত্বকে লাগানোর ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শীতকালে তাজা স্ট্রবেরি পাওয়া যায়। স্ট্রবেরিতে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন ‘সি’ রয়েছে যা আপনার নিস্তেজ ও শুষ্ক ত্বককে উজ্জ্বল করে তোলে। গোলাপজল আপনার ত্বকে শীতল করে।

উপরে