ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
শুষ্ক ত্বক

শুষ্ক ত্বক ঠিক করতে অ্যালোভেরা দুধের ময়েশ্চারাইজার

20fours Desk | আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ০৭:৩৭
শুষ্ক ত্বক ঠিক করতে অ্যালোভেরা দুধের ময়েশ্চারাইজার

হিমেল হাওয়ার দিনগুলোতে কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে। অনেকেরই ত্বক ফেটে যায় এ সময়। তবে যাদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির, অন্যদের চেয়ে তাঁদের সমস্যা একটু বেশিই হয় এ সময়টাতে। তাই এই সময় প্রয়োজন হয় সঠিক ময়েশ্চারাইজার আর এই ময়েশ্চারাইজার যদি হয় প্রাকৃতিক উপাদানের তাহলে তা আপনার ত্বকের জন্য অবশ্যই ভালো। আর আজকের লেখাতে তাই থাকছে আপনাদের জন্য শুষ্ক ত্বক ঠিক করতে অ্যালোভেরা দুধের ময়েশ্চারাইজার।

আসুন তাহলে জেনে নেই শুষ্ক ত্বক ঠিক করতে অ্যালোভেরা দুধের ময়েশ্চারাইজার তৈরি পদ্ধতিঃ

যা যা লাগবেঃ
১। অ্যালোভেরা
২। গুঁড়ো দুধ

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। অ্যালোভেরা জেলের সাথে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

২। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের অন্যান্য সমস্যা দূর করে থাকে।আর গুড়ো দুধের গুনের কথা আমাদের জানা। তাই শুষ্ক ত্বকের যত্নে অ্যালোভেরা দুধের ময়েশ্চারাইজারটি ব্যবহার করুন এবং ত্বক রাখুন নরম কোমল।

উপরে