ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ত্বকের তেলতেলে ভাব দূর করতে লবণ

ত্বকের তেলতেলে ভাব দূর করতে লবণ

20fours Desk | আপডেট : ১০ জানুয়ারি, ২০১৯ ১৩:১০
ত্বকের তেলতেলে ভাব দূর করতে লবণ

ত্বকে অতিরিক্ত তেলের কারণে ধুলাময়লা বেশি জমে ত্বকে রেশ উঠে যায়। মোট কথা ত্বকে ব্রণ থেকে শুরু করে যত ধরণের সমস্যা আছে তার বেশির ভাগ হয়ে থাকে তৈলাক্ত ত্বকে। কিন্তু কর্মজীবী নারীদের সব সময় পার্লারে গিয়ে তৈলাক্ত ত্বকের ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। তাই ঘরোয়া উপায়ে কিভাবে ত্বকের তৈলাক্ত ভাব দূর করা যায় তা নিয়েই আলোচনা থাকছে আমাদের আজকের লেখাতে। আর আজকের লেখাতে জানবো লবণ ব্যবহার করে কিভাবে দূর করবো ত্বকের তেলতেলে ভাব।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ত্বকের  তেলতেলে ভাব দূর করতে লবণ  এর ব্যবহার পদ্ধতিঃ

উপকরণঃ
(১) ১ চামচ লবণ
(২) লেবুর রস ১ চামচ
(৩)  ১ মগ হালকা উষ্ণ পানি
(৪) ফেস-ওয়াশ (নিয়মিত যা ব্যবহার করেন)

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) মুখে উষ্ণ পানির ঝাপটা দিন। তারপর ফেসওয়াশ লাগান। ম্যাসাজ করে ধুয়ে তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। মুখে যেন সাবান লেগে না থাকে।

(২) এবার ১ মগ হালকা উষ্ণ পানির সাথে ১ চামচ লবণ ও লেবুর রস মিশিয়ে নিন।

(৩) এই পানি দিয়ে মুখে ধুয়ে ফেলুন ভালো করে পানির ঝাপটা দিয়ে।চোখ বন্ধ রাখবেন, নাহলে চোখ জ্বলতে পারে।

এই লবণ পানি দিয়ে মুখ ধুয়ে মুখ ভালো করে মুছে নিন। যদি চিটচিটে ভাব বেশী মনে হয়, বা অস্বস্তি লাগে, তাহলে মিনিট দশেক পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। এই  পদ্ধতি অবলম্বনে একটুও তেলতেলে হবে না আপনার ত্বক, ব্রনও থাকবে দূরে।

উপরে