ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
ত্বকের কালো দাগের সমাধান

শুষ্ক বা সেনসিটিভ ত্বকের কালো দাগের সমাধান

20fours Desk | আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮ ০৮:২৫
শুষ্ক বা সেনসিটিভ ত্বকের কালো দাগের সমাধান

অন্য সব ত্বক থেকে সেনসিটিভ ত্বক অনেক আলাদা। তাই তাদের থাকতে হয় অনেক বেশী সচেতন। আর আপনার সুন্দর চেহারায় কালো দাগ মোটেও মানানসই নয়। ব্রণের দাগ হোক বা অন্য কারণে হওয়া দাগ কুৎসিত কালো দাগ যে কোন সুন্দর চেহারাকেও মলিন করে দেয়। তাই রোজ রাতে করুন এই ছোট্ট একটু রূপচর্চা। অল্প কিছুদিনের মাঝেই মুখের দাগ মিলিয়ে যেতে শুরু করবে।বাজারের ক্রিম শুষ্ক বা সেনসিটিভ ত্বকে মানিয়ে না-ও যেতে পারে। তাই আজকের লেখাতে থাকছে শুষ্ক বা সেনসিটিভ ত্বকের কালো দাগের সমাধান ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক শুষ্ক বা সেনসিটিভ ত্বকের কালো দাগের সমাধানঃ

উপকরণঃ
(১) পাকা লেবুর রস
(২) মুলতানি মাটি
(৩) মধু

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে পরিমাণমত পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন।
(২) এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে

এই পদ্ধতি অবলম্বন করুন দেখবেন আপনার ত্বকের কালো দাগ আর থাকবে না। তাহলে আর দেরি না কেনো আজই শুষ্ক বা সেনসিটিভ ত্বকের কালো দাগের সমাধান করে নিন বাসায়।

উপরে