ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
তৈলাক্ত ত্বক

তৈলাক্ত ত্বকের সমস্যায় নিম ফেইস প্যাক

20fours Desk | আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৭
তৈলাক্ত ত্বকের সমস্যায় নিম ফেইস প্যাক

যদিও স্কিন অয়েল ত্বকের সুরক্ষায় কাজ করে এবং বয়স বৃদ্ধির লক্ষণ ঠেকাতে যুদ্ধ করে তথাপি অনেকেই মাত্রাতিরিক্ত তেল নিঃসরণের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে টিনএজাররা এই সমস্যায় বেশি ভোগে। যে কোন বয়সের মানুষেরই এই সমস্যা হতে পারে যার কারণে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস, ব্রণ ও অন্যান্য সমস্যা হয়। সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে সিবাম নামক অতিরিক্ত তেল নিঃসৃত হয়ে ত্বককে তৈলাক্ত করে। যাদের ত্বকের অবস্থা এই রকম তাদের ত্বক চকচকে হয় ও ছিদ্র গুলো অনেক বড় হয়। আজকের লেখাতে আমরা জানবো তৈলাক্ত ত্বকের সমস্যায় নিম ফেইস প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের সমস্যায় নিম ফেইস প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) নিম পাতা
(২) লেবুর রস
(৩) গোলাপ জল

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রথমে ৫/৬ টি নিম পাতা নিন এবং তার সাথে এক চা চামচ গোলাপ জল এবং  লেবুর রস নিন।

(২) তারপর নিম পাতা কুচি করে বা সিদ্ধ করে বেটে নিন। এবার এর সাথে গোলাপ জল এবং  লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন।

(৩) তারপর আলতো হাতে ত্বকে এই প্যাকটি ভাল করে লাগান এবং ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বক পরিষ্কার রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরণের ত্বকে দ্রুত ময়লা জমে যায়। তাই নিয়মিত ফেইস ওয়াস দিয়ে মুখ ধোয়া উচিত। এবং ব্রণ দূর করতে নিম অনেক কার্যকরী। এর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান ব্রণ, মেশটা দূর করে ত্বক পরিষ্কার করে থাকে।

উপরে