ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ভিনেগার

ফেসিয়াল টোনার হিসেবে ভিনেগার

20fours Desk | আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ১৫:০৪
ফেসিয়াল টোনার হিসেবে ভিনেগার

একবার চিন্তা করে দেখুন সকাল থেকে রাত, আমরা প্রতিদিন কত কেমিক্যাল মুখে, হাতে পায়ে দেই। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা আসে পাশের প্রাকৃতিক জিনিস থেকে রূপসজ্জার অনুষঙ্গ নিতে পারি। পৃথিবীতে ৩ স্টেপে স্কিন কেয়ার খুব প্রচলিত। প্রথমে মুখ ধুবেন, টোনিং করবেন, তারপর স্কিন এর ধরন অনুযায়ী ক্রিম লাগাবেন। আজকের লেখাতে থাকছে ফেসিয়াল টোনার হিসেবে ভিনেগার এর ব্যবহার। রান্নাঘরের অন্যতম উপাদান ভিনেগার। এর কার্যকারিতা সম্পর্কে কম-বেশি সবারই জানা। মাংস রান্না, আচার কিংবা সালাদসহ অনেক খাবারেই ভিনেগার ব্যবহার করা হয়। রান্না ছাড়াও বিভিন্ন গৃহস্থালি কাজে কিংবা কোনো কিছু পরিষ্কার করতে ভিনেগারের ব্যবহার দেখা যায়। তবে আজকাল রূপচর্চা করতেও এসিটিক এসিড ও পানির মিশ্রণে তৈরি এই উপাদান বেশ কার্যকরী হয়ে উঠেছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসিয়াল টোনার হিসেবে ভিনেগার  এর ব্যবহারঃ

উপকরণঃ
(১) অ্যাপেল সিডার ভিনেগার
(২) সুতি কাপড়
(৩) পানি

তৈরি এবং ব্যবহার পদ্ধতিঃ
(১) ২ কাপ পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিন। এতে সুতি কাপড় ভিজিয়ে তা মুখে লাগান।

(২) শুকিয়ে টানটান না হওয়া পর্যন্ত ধুয়ে ফেলবেন না। শুকিয়ে গেলে তারপর পরিষ্কার পানি দ্বারা ধুয়ে ফেলবেন।

ভিনেগার ফেসিয়াল টোনার হিসেবে কাজ করে। অ্যাপেল সিডার ভিনেগারে প্রাকৃতিক আলফা হাইড্রোক্সি অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা ত্বকের রক্ত চলাচল স্বাভাবিক করে ও ছিদ্রপথ পরিষ্কার করে।

উপরে