ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
ত্বকের উজ্জলতা বাড়াতে চালের গুঁড়ো ও দুধের মাস্ক

তাৎক্ষণিকভাবেই ত্বকের উজ্জলতা বাড়াতে চালের গুঁড়ো ও দুধের মাস্ক

20fours Desk | আপডেট : ৭ নভেম্বর, ২০১৮ ২২:১৭
তাৎক্ষণিকভাবেই ত্বকের উজ্জলতা বাড়াতে চালের গুঁড়ো ও দুধের মাস্ক

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে আমাদের চেষ্টার শেষ থাকে না। কিন্তু যদি রাতে ঘুম ভালো না হয় কিংবা আগের দিনটি ভালো না কেটে থাকে অথবা পরিমিত ঘুম হলেও অনেক সময় দেখা যায় ত্বক মলিন দেখাচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠে যদি মলিন কালচে ত্বক নজরে পড়ে তাহলে মনটাই খারাপ হয় যায়। তাৎক্ষণিকভাবে তো আর ত্বক উজ্জ্বল করা যাবে না আবার ত্বকের কালচে ভাবও দূর করা যাবে না, তাহলে কি করা যায়। চিন্তা করবেন না, তাৎক্ষণিক ভাবেই ত্বকের উজ্জলতা ফিরে পাওয়ার রয়েছে দারুণ একটি ফেস-প্যাক আর তার উপাদান গুলো রয়েছে আপনার হাতের কাছেই।

চলুন তাহলে জেনে নেওয়া যাক তাৎক্ষণিকভাবেই উজ্জলতা বাড়াতে চালের গুঁড়ো ও দুধের মাস্ক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১)  দুধ
(২) চালের গুঁড়ো

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ২-৩ টেবিল চামচ চালের গুঁড়ো নিতে হবে। এতে পরিমাণ মতো দুধ মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে নিয়ে। যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে চান তাহলে সমপরিমাণ গুরি দুধ নিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ফেলতে হবে।

(২) এই মিশ্রন ত্বকে লাগিয়ে রাখতে হবে ১৫-২০ মিনিট ধরে। তারপর ত্বক হাতের আঙুল দিয়ে ঘষে নিতে হবে ভালো করে। মাস্কটি ঘষে নেয়ার ফলে আপনাআপনিই ঝড়ে যাবে।

এতে করে ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা ও মরা কোষ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা তাৎক্ষণিকভাবেই বৃদ্ধি পাবে।

উপরে