ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
মুগ ডালের প্যাক

মুখের দাগ দূর হবে মুগ ডালের প্যাক ব্যবহারে

20fours Desk | আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৮ ১১:৪৫
মুখের দাগ দূর হবে মুগ ডালের প্যাক ব্যবহারে

বেশিরভাগ নারীর চাওয়া ত্বক শ্যামলা থাকলেও যেন ত্বকে কোনো দাগ না থাকে। কিন্তু বিভিন্ন প্রসাধনী ব্যবহারে তা হয়ে ওঠে না। আর আপনার সুন্দর মুখের সব সৌন্দর্য ফিকে করে দিতে মুখের দাগই যথেষ্ট।  ব্রণের দাগ, মেছতার দাগ, ছলির দাগ কিংবা অন্য যেকোন দাগই হোক না কেন তা নারী পুরুষ উভয়ের জন্যই বিরক্তকর অবস্থার সৃষ্টি করে।দাগ সারিয়ে তোলার জন্য নামি দামী স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় যা ত্বকের জন্য অনেক ক্ষতিকারক।তাই চলুন আজ জেনে নেই প্রাকৃতিক উপাদান মুগের ডালের প্যাক দ্বারা মুখের দাগ দূর করার উপায়।

উপকরণঃ 

(১) মুগের ডাল
(২) কমলার খোসা
(৩) কাঁচা দুধ
(৪) মধু

প্রস্তুত প্রনালীঃ 

(১) ২ টেবিল চামচ মুগের ডাল রাতে একটি বাটিতে ভিজিয়ে রাখুন এবং সকালে বেটে পেস্ট বানিয়ে ফেলুন।

(২) ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া নিন।

(৩) তারপর মুগ ডাল পেস্ট আর কমলার খোসার পাউডার নিয়ে একসাথে মিশিয়ে তাতে ২ চা চামচ মধু মিশান।

(৪) সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি কোরে ফেলুন।

ব্যবহার পদ্ধতিঃ 

মুখমন্ডল পরিষ্কার করে প্রথমে তৈরিকৃত পেস্ট  টি আপনার মুখের ত্বকে সুন্দর করে লাগিয়ে নিন। এবং ১৫ থেকে ২০ মিনিট এটি আপনার মুখে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।

ভালো ফলাফল পেতে এই পদ্ধতি সপ্তাহে ২ বার ফলো করুন।
এই প্যাক ব্যবহারে আপনার মুখের দাগ কমে যাবে অনেকটাই আর আপনার ত্বকের কোনো ক্ষতি ও হবে না।

উপরে