ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
ছেলেদের ত্বক

ছেলেদের ত্বকের জন্য কার্যকরী ঘরোয়া স্ক্রাব

20fours Desk | আপডেট : ৭ জানুয়ারি, ২০১৮ ১৩:০৮
ছেলেদের ত্বকের জন্য কার্যকরী ঘরোয়া স্ক্রাব

স্বাভাবিকভাবেই ছেলেদের কে ঘরের বাইরে বেশি সময় কাটাতে হয়। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ধুলোবালির প্রলেপে ত্বকের রঙ তামাটে, রুক্ষ ও ম্লান হয়ে যায়। তাই ছেলেদের ত্বকের এ রুক্ষতা দূর করতে নিয়মিত যত্নের প্রয়োজন। এছাড়া ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি পুরু। তাই মেয়েদের রুপচর্চা থেকে ছেলেদের রূপচর্চার ধরনটাই আলাদা।ফেসওয়াশ তো নিয়মিত ব্যবহার করেন তার পাশাপাশি মুখের ত্বকের তেলতেলে ভাব কাটিয়ে সতেজ থাকতে মাঝেমধ্যে স্ক্রাব ব্যবহার করতে পারেন।স্ক্রাব ত্বকের গভীরের ময়লা সহজেই তুলে আনে এবং স্ক্রাবে থাকা তেল বা ক্রিম  যা ত্বককে সতেজ করে তোলে।
জেনে নেওয়া ঘরোয়া পদ্ধিতে ছেলেদের জন্য স্ক্র্যাব তৈরি পদ্ধতিঃ

১ম পদ্ধতিঃ 

উপকরণঃ 
(১) গমের ভুসি
(২) জলপাই তেল
(৩) দানা গুড়

ব্যবহার পদ্ধতিঃ 

আধা চা-চামচ গমের ভুসির সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও আধা চা-চামচ দানা গুড় মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার মুখে বৃত্তাকারে ঘষুন কিছুক্ষন এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২য় পদ্ধতিঃ   

উপকরণঃ 
(১)  ওটস
(২) জলপাই তেল
(৩) মধু
(৪) গমের ভুসি

ব্যবহার পদ্ধতিঃ 

এক টেবিল চামচ ওটস নিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ জলপাই তেল ও এক চা-চামচ মধু মিশিয়ে পেস্ট বানান। এবার সেটা মুখে ঘষুন
দুই মিনিট পর ধুয়ে ফেলুন।  আবার পরিমাণ মতো ক্লেনজিং মিল্ক নিয়ে তার সঙ্গে গমের ভুসি মিলিয়ে পুনরায়  মুখে মাখুন। স্ক্রাব করে কিছুক্ষণ রেখে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এবং সবশেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

এভাবে বাড়িতে তৈরি স্ক্র্যাব দিয়ে নিজের ত্বকের যত্ন নিন।

উপরে