ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
স্ট্রেচ মার্ক

স্ট্রেচ মার্ক কমাতে অলিভ অয়েল

20Fours Desk | আপডেট : ২৮ নভেম্বর, ২০১৭ ২১:৩৫
স্ট্রেচ মার্ক কমাতে অলিভ অয়েল

গর্ভাবস্থায়, ওজন বাড়লে অনেকের ত্বকে স্ট্রেচ মার্কের সমস্যা দেখা দেয়। ত্বকে ফাটা ফাটা একধরনের দাগকে স্ট্রেচ মার্ক বলে। এই স্ট্রেচ মার্ক কমাতে অলিভ অয়েল বেশ উপকারী। অলিভ অয়েলের  মধ্যে রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টি অক্সিডেন্ট। এটি রক্তের প্রবাহ বাড়ায় এবং ত্বককে নমনীয় করে।

স্ট্রেচ মার্কের সমস্যা কমাতে অলিভ অয়েল ব্যবহারের উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

পদ্ধতি ১

দুই টেবিল চামচ অলিভ অয়েল নিন। একে হালকা গরম করুন।
আক্রান্ত স্থানে এটি মাখুন এবং সারা রাত রেখে দিন।
ভালো ফলাফলের জন্য পদ্ধতিটি প্রতিদিন অনুসরণ করতে পারেন।

পদ্ধতি ২

উপাদান : অলিভ অয়েল, বাদামি চিনি ও লেবুর রস।

দুই টেবিল চামচ অলিভ অয়েল, দুই টেবিল চামচ বাদামি চিনি এবং এক টেবিল চামচ লেবুর রস একত্রে মেশান।
আক্রান্ত স্থানে মিশ্রণটি মাখুন।
পাঁচ থেকে ১০ মিনিট ম্যাসাজ করুন। এরপর ৩০ মিনিট রেখে দিন।
হালকা গরম পানির মধ্যে একটি তোয়ালে ভিজিয়ে জায়গাটি মুছে ফেলুন।
স্ট্রেচ মার্ক কমাতে প্রতিদিন এই পদ্ধতিটি অনুসরণ করুন।

উপরে