ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
আঁচিল

ঘরোয়া পদ্ধতিতে আঁচিল উঠিয়ে নিন

20Fours Desk | আপডেট : ২৭ নভেম্বর, ২০১৭ ২১:৩৩
ঘরোয়া পদ্ধতিতে আঁচিল উঠিয়ে নিন

অনেকেই শরীরের আঁচিল নিয়ে বিব্রত থাকেন। বিশেষ করে শরীরের এক্সপোজড এরিয়াতে যেমন হাতে বা মুখে আঁচিল হলে তা সত্যিই বিড়ম্বনার। কেউ কেউ আঁচিল রিমুভ করার জন্য শল্য চিকিৎসার আশ্রয়  নিলেও প্রাকৃতিক পদ্ধতিতেও ঘরোয়াভাবে আঁচিল রিমুভ করা যায়। এরকম একটি পদ্ধতি আপেল সিডার ভিনেগার দিয়ে হয়, আপনারা চেস্টা করে দেখতে পারেন।

অ্যাপেল সিডার ভিনেগার পদ্ধতি

যে কোন সুপার শপে এখন অ্যাপেল সিডার ভিনেগার পাওয়া যায়। এখন অনেক কোম্পানির অ্যাপেল সিডার ভিনেগার বড় সুপারস্টোর গুলোতে বা বড় মুদী দোকানেও পাওয়া যায়।

তুলোয় ভিনেগার লাগিয়ে দিনে ২ বার আঁচিলের ওপরে লাগান। তবে আঁচিল চোখের পাতায় হলে খেয়াল রাখতে হবে যেন ভেতরে না যায়। এক্ষেত্রে আঙ্গুল দিয়েও লাগাতে পারেন। একটু গন্ধ লাগতে পারে। তবে লাগিয়ে রাখুন, পানি দিয়ে ধোবেন না। এতে ২ থেকে ৪ সপ্তাহের মাঝেই আঁচিল ঝরে পড়বে।  (আঁচিলের আকারের ওপর ঝরে পড়ার মেয়াদ কম বেশী হয়)

উপরে