ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
গ্রিন টি

ত্বকের যত্নে গ্রিন টি

গ্রিন টি'র উপকারিতা
| আপডেট : ৩০ অক্টোবর, ২০১৭ ২১:৫২
ত্বকের যত্নে গ্রিন টি

গ্রিন টি আর স্বাভাবিক চা এর মধ্যে মুল পার্থক্য এর রাসায়ানিক পদার্থ গুলোর মাঝে। স্বাভাবিক চা এ ক্যাফেইন এবং অক্সিডেন্ট এর পরিমাণের তুলনায় গ্রিন টি তে এই মুল ২ টি উপাদানের পরিমাণ অনেক বেশি। গ্রিন টি এর উপকারিতা অনেক।

গ্রিন টি তে রয়েছে এক ধরনের এন্টিঅক্সিডেন্ট যা বার্ধক্যের গতিকে ধীর করে এবং আয়ু বাড়ায়। চোখের ফোলা ভাব এবং চোখের নীচের ডার্ক সার্কেল কমাতে ব্যবহার করা গ্রিন টি এর দুটি ব্যাগ ২ ঘণ্টা ফ্রিজ এ রেখে, ঠাণ্ডা করে চোখ বন্ধ করে এর উপর ১০ মিনিট রাখুন। তাছাড়া এটি ত্বকের রোদে পোড়াভাব কমাতে ও ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে। গ্রিন টি খুব ভালো টোনার হিসেবে কাজ করে।

সূত্র: ইন্টারনেট

উপরে