ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
ফুল পিঠা

ফুল পিঠা

20fours Desk | আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১২:২২
ফুল পিঠা

শীতকালে সকাল সকাল পিঠা খেতে খুবই মজা। তাই এই শীতের সকালে বানিয়ে ফেলুন মজাদার ফুল পিঠা। এই পিঠা বানানো খুবই সহজ। চলুন তাহলে ফুল পিঠার রেসিপিটা দেখে নেয়া যাকঃ

উপকরণঃ

চালের গুঁড়া এক কাপ,

চিনি চার কাপ,

পানি পরিমাণমতো,

লবণ পরিমাণমতো।


উপকারিতাঃ

চালের গুঁড়া দিয়ে গরম পানিতে নরম কাই করে নিন। এবার মাঝারি লেচি নিয়ে মোটা করে রুটি বেলে তাতে টুথপিক দিয়ে ফুল বা অন্য নকশা এঁকে পিঠা তৈরি করুন। চিনির সিরা তৈরি করে নিন। এবার পিঠা ডুবোতেলে লাল করে ভেজে চিনির সিরায় ডুবিয়ে নিন।

ব্যস তৈরি হয়ে গেল মজাদার ফুল পিঠা।

উপরে