ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
কফি কেক

প্রিয়জনের জন্য বানিয়ে ফেলুন কফি কেক

20fours Kitchen | আপডেট : ১১ নভেম্বর, ২০১৮ ১১:২২
প্রিয়জনের জন্য বানিয়ে ফেলুন কফি কেক

কেক খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আজ আমরা কফি কেক তৈরী সম্পর্কে জানব। এই কেকটি খেতে দারুণ টেস্টি। চলুন দেখে নেয়া যাক কফি কেক এর রেসিপিটা :


উপকরণ :

১ কাপ ময়দা

১ টেবিল চামচ কোকো পাউডার

১ টেবিল চামচ কফি গুঁড়া

১/২ কাপ কনডেন্সড মিল্ক

১/২ কাপ দুধ

২ টেবিল চামচ তেল

২ টেবিল চামচ তরল মাখন

১/৪ কাপ চিনি

১ টেবিল চামচ ভিনেগার

১ টেবিল চামচ বেকিং পাউডার

১/২ টেবিল চামচ বেকিং সোডা

১ টেবিল চামচ ভেনিলা পাউডার

লিকুইড চকলেট, বাদাম ও মিষ্টিজাতীয় দ্রব্য


প্রণালী :

দুধ, কনডেন্সড মিল্ক, ভিনেগার, তেল ও মাখন একটি বাটিতে একসঙ্গে মিশিয়ে রেখে দিন। এখন আটা, কোকো পাউডার, চিনি, কফি, বেকিং পাউডার, বেকিং সোডা ও ভেনিলা পাউডার একসঙ্গে মেশান।
কেক বানানোর ছাঁচে তেল গরম করে নিন। দুধের মিশ্রণটি আটার মিশ্রণে ঢালুন।
এবার পুরো মিশ্রণটি ছাঁচে ঢেলে দিন। মাঝারি তাপে ১৫-২০ মিনিট রাখুন। ঠাণ্ডা হরে ছাঁচ থেকে বের করে নিন।

উপরে চকলেট ও বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কফি কেক।

উপরে