ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
পটলের মালাইকারি

পটলের মালাইকারি

20fours Desk | আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৭ ১২:৫৮
পটলের মালাইকারি

আজকের  আয়োজনে রয়েছে পটলের মালাইকারি । কি ভাবে তৈরি করবেন দারুন মজার এই রেসিপিটি । খুব সহজে এবং তাড়াতাড়ি এই খাবারটি তৈরি করা যায়। চলুন জেনে নিই, কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন পটলের মালাইকারি।

উপকরণ
পটল – ৮/১০ টা
সামান্য হিং
ছোট এলাচ – ৩ টে
লবঙ্গ – ৩ টে
দারচিনি – ২/৩ টুকরো
আদা‚ হলুদ‚ লঙ্কা বাটা – প্রতিটা ১/২ চা চামচ
নারকেল কুড়িয়ে বেটে নেবেন – ১ টেবিল চামচ
নুন‚ মিষ্টি – আন্দাজমতো
তেল – ২ টেবিল চামচ
দই – ৫০ গ্রাম।


প্রণালী
পটল খোসা ছাড়িয়ে আস্ত রাখবেন | দু‘পাশে সামান্য একটু চিরে নেবেন | তেল গরম হলে হিং‚ গরম মশলা ফোড়ন দিয়ে পটল দিন | লালচে করে ভাজুন | আদা‚ হলুদ‚ লঙ্কা বাটা দিয়ে পটলটা ভালো করে নাড়াচাড়া করুন | দই‚ নুন‚ মিষ্টি দিয়ে আরও ২/৩ মিনিট কষুন | জলটা শুকিয়ে এলে নারকেল বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এক চামচ ঘি দিন |

নামিয়ে সুন্দর ছড়ানো পাত্রে ঢেলে ডাইনিং টেবিলে রাখুন | এটি খেতে অনেক সুস্বাদু....

উপরে