সন্তানকে উৎসাহ দেওয়ার উপায়

সন্তান তার বাবা- মা এর কাছ থেকে যেমন অনেক কিছু শিখে। তেমনি তার পরিবেশ ও পরিবার থেকেও অনেক কিছু শেখে। তাই ছোটবেলা থেকেই একটি শিশুকে সুন্দর পরিবেশে গড়ে তোলা উচিত। আপনার শিশু বড় হওয়ার পাশাপাশি তার ছোট ছোট কাজ গুলোতে উৎসাহ দিন। এতে যেমন তার মানসিক বিকাশ ঘটবে সেই সাথে ভালো কিছু করারও অনুপ্রেরণা ঘটবে। জেনে তাহলে সন্তানকে উৎসাহ দেওয়ার উপায় গুলোঃ
১। সন্তান কোন কাজ করলে বা করতে চাইলে প্রশংসা করুন।
২। আপনার শিশুদের খেলার জন্য ‘বিল্ডিং ব্লক’ উপহার দিন। কারন বিল্ডিং ব্লক দিয়ে খেললে আপনার শিশুর গঠনশীলতা বৃদ্ধি পাবে।
৩। আপনার শিশুকে মাঝেমধ্য চ্যালেঞ্জয়ের সঙ্গে মোকাবিলা করতে দিন।
৪। পরিস্থিতির সঙ্গে শিশুর মানিয়ে নেওয়ার জ্ঞানীয় দক্ষতা যাচাই করুন।
৫। আপনার শিশুর ছোট ছোট সমস্যার সমাধান তাকে নিজেকেই করতে দিন। তাহলে সে নিজেই নিজের ওপর নির্ভরশীল হতে শিখবে।
৬। আপনার শিশুর প্রতিদিন নিয়ম মেনে চলা শিশুর জন্য ভালো উপায়।
৭। শিশুর জন্য নাচ ও গান শেখার ব্যবস্থা করুন। এটা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব ভালো।
৮। তাদের প্রতিদিনের জটিলতা বা সমস্যা সমাধান করতে উৎসাহ দিন।
৯। পরীক্ষা খারাপ হতেই পারে, এরকম শিক্ষা দিন। এটা তাদের প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকার শিক্ষা দেবে।
১০। বই পড়ার প্রতি উৎসাহ দিন। এটা তাদের ভালো সময় কাটাতে এবং গ্যাজেট ও টিভি থেকে দূরে রাখতে সাহায্য করবে, পাশাপাশি জ্ঞান বাড়বে।