ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
সন্তানকে সবজি খাওয়ানো

সন্তানকে সবজি খাওয়ার প্রতি আগ্রহী করে তোলার কিছু কৌশল।

20Fours Desk | আপডেট : ২৪ মার্চ, ২০১৮ ০৯:৫৫
সন্তানকে সবজি খাওয়ার প্রতি আগ্রহী করে তোলার কিছু কৌশল।

“আমার বাচ্চা কিছুই খাচ্ছে না!”, “কিছুতেই নতুন কোন খাবার মুখে তুলছে না” , “বাচ্চা ভাত খেতে চাইছে না বা সবজি খেতে চাইছে না" -  এমন কত না অভিযোগ মায়েদের। কি রান্না সন্তান খাবে আর কি করলে খাবে না এই চিন্তাতেই মায়ের দিন কেটে যায়। কিভাবে সন্তানকে সব ধরণের খাবারের প্রতি আগ্রহী করে তোলা যায় এ চিন্তাতেই অনেক মায়েদের রাতের ঘুমও নস্ট হয়।

যাদের সন্তান একেবারেই সবজি খেতে চায় না কিংবা অল্প খায় তাদের কিছুটা কৌশলী হতে হবে। জেনে নিন সন্তানকে সবজি খাওয়ার প্রতি আগ্রহী করে তোলার কিছু কৌশল:

একসঙ্গে কিনুন:  যখন কোনো গ্রোসারি শপে কেনাকাটা করতে যাবেন তখন সন্তানকে সঙ্গে নিয়ে যান। তাকে সঙ্গে নিয়ে সবজি কেনাকাটা করলে সেগুলোর প্রতি তার আগ্রহ তৈরি হবে। কেনার সময় কোন সবজি কেন খাওয়া উচিত সেটাও গল্প করুন তার সঙ্গে।

পছন্দ করতে দিন:  সবজি নির্বাচন করার সময় সন্তানকেই বলুন পছন্দ করতে। নিজের হাতে তাজা সবজি বেঁছে দিতে বলুন তাকে। নিজের পছন্দের জিনিসের প্রতি সবারই আগ্রহ বেশি থাকে।সবজি

একসঙ্গে রাঁধুন:  আপনার সন্তান অনেক ছোট, রান্না করার বয়স হয়নি। তাতে কী? আপনি যখন রাঁধবেন, তখন সন্তানকে পাশেই রাখুন। ছোট-খাটো সাহায্য করতে বলুন তাকে। দুজনের মিলিত প্রচেষ্টার এই রান্নার প্রতি সন্তান আগ্রহী হবে এবং খাওয়ার ইচ্ছা হবে। এছাড়াও রান্নায় কোন কোন সবজি ব্যবহার করবেন সেক্ষেত্রেও সন্তানের পছন্দকে প্রাধান্য দিতে পারেন।

প্রদর্শন করুন:  সুন্দরের প্রতি আগ্রহ চিরন্তন। খাবার সুন্দর হলে খাওয়ার আগ্রহ বাড়ে। খাবার খুব সুন্দর করে পরিবেশন করুন। ফ্রিজ কিংবা টেবিলে যেখানেই থাক, সেখানেই পরিচ্ছন্ন পরিবেশন করুন। এতে খাবারটি খাওয়ার ব্যাপারে সন্তান আগ্রহী হয়ে উঠবে।

উপরে