ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি

জীববিজ্ঞান ১ম পত্র: মডেল টেস্ট-০৩

20fours Education | আপডেট : ৪ এপ্রিল, ২০১৮ ০৯:১৬
জীববিজ্ঞান ১ম পত্র: মডেল টেস্ট-০৩

এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি -জীববিজ্ঞান ১ম পত্র: মডেল টেস্ট-০৩

 

১. নিচের কোনটি অ্যানুয়েল উদ্ভিদ?
ক. আদাখ. মুলা
গ. ছোলাঘ. দূর্বা ঘাস

২. কার্পেট মস নামে পরিচিত-
ক. Riccia
খ. Marchantia
গ. Marsiled
ঘ. Marchantia

৩. নিচের কোনটি উঘঅ ভাইরাস?
ক. TMVখ. TIV
গ. মাম্পস ঘ. ডেঙ্গু

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও
৪. চিত্রের কোন কোন কোষ দ্বারা অযৌন জনন সম্পন্ন হয়।
i. A ii. B iii. C
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii

৫. উদ্দীপকে উল্লিখিত জীবটির সঙ্গে ব্যাকটেরিয়ার সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য নয়।
ক. উভয়ই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়
খ. স্পোরের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়
গ. স্লাইমস্তর ক্যাপসিউল গঠনে অংশ নেয়
ঘ. উভয়ের থ্যালাস গঠন সরল প্রকৃতির

৬. কোন বিজ্ঞানী গল্গি বস্তুর আবিষ্কার করেন।
ক. পোর্টারখ. বেন্ডা
গ. ক্যামিলোঘ ব্রাউন

৭. জেনেটিক ইনফরমেশনের মূল একক-
ক. কোড খ. কোডন
গ. জিন ঘ. জিনোম

৮. নিচের কোনটি সরল লিপিড?
ক. স্টেরয়েড খ. টারপিন্স
গ. রাবার ঘ. মোম

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও
৯. উদ্দীপকের অ চিহ্নিত অংশের রাসায়নিক উপাদান-
i. RNAii. DNAiii. প্রোটিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ.i, ii ও iii

১০. উদ্দীপকের ই চিহ্নিত অংশের কাজ-
ক. এনজাইমের কাজের ক্ষেত্র
খ. নিউক্লিয়োটাইডের ভাণ্ডার
গ. নিউক্লিয়োলাস সংরক্ষণ করা
ঘ. মিউটেশন সৃষ্টি করা

১১. জাইলেম কলা পরিধির দিকে বৃদ্ধি পেলে তাকে কী বলে?
ক. এক্সার্ক খ. ইন্টার্ক
গ. মেসার্ক ঘ. এন্ডার্ক

১২. পুষ্পক উদ্ভিদের ভাস্কুলার বান্ডল-
i. অরীয়ii. সংযুক্ত iii. কেন্দ্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও
আরিফ ব্যবহারিক ক্লাসে কচি উদ্ভিদের একটি অংশের প্রস্থচ্ছেদ করল। সে লক্ষ্য করল নমুনাটির জাইলেম এন্ডার্ক এবং রোম আছে।
১৩.উদ্দীপকের প্রদত্ত নমুনাটির এপিডার্মিসের নিচের স্তরটি কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত?
ক. প্যারেনকাইমা
খ. কোলেনকাইমা
গ. ক্লোরেনকাইমা
ঘ. স্কে¬রেনকাইমা 

১৪. উদ্দীপকের নমুনাটির অন্তর্গঠন সম্পর্কে কোনটি সঠিক?
ক. ভাস্কুলার বান্ডল সংযুক্ত এবং বদ্ধ
খ. জাইলেম ণ বা ঠ আকৃতির হয়
গ. জটিল টিস্যুগুলো বলয় আকারে সাজানো
ঘ. অধঃত্বকের নিচ থেকে কেন্দ্র পর্যন্ত কর্টেক্স

১৫. ডিম্বক রন্ধের দিকে অবস্থিত নিউক্লিয়াসসমূহকে একত্রে কী বলে?
ক. ডিম্বাণু    খ. গৌন নিউক্লিয়াস
গ. ডিম্বাণু যন্ত্র ঘ. সিনারজিড

১৬. আর্কিস্পোরির‌্যাল কোষটি বিভক্ত হয়ে সৃষ্টি করবে-
i. দেয়াল কোষ
ii. প্রাথমিক জনন কোষ
iii. স্ত্রীরেণু মাতৃকোষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii

১৭.পুংগ্যামিটোফাইটের প্রথম কোষ-
ক. জনন নিউক্লিয়াসখ. নালিকা নিউক্লিয়াস
গ. প্রাথমিক জনন কোষঘ. পরাগরেণু
১৮. নিচের কোনটিতে অভিস্রবণ ঘটবে?
ক. তরল-কঠিনে
খ. গ্যাসে-কঠিনে
গ. তরলে-তরলে
ঘ. গ্যাসে-গ্যাসে

১৯. নিচের কোনটি রস উত্তোলনের জৈবনিক মতবাদ?
ক. সংসক্তি মতবাদ
খ. ইমবাইবিশন শক্তি মতবাদ
গ. কৈশিক শক্তি মতবাদ
ঘ. স্পন্দন মতবাদ

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও
২০. উদ্দীপকে উল্লিখিত চক্রটি যে উদ্ভিদের মেসোফিলে সম্পন্ন হবে না তার জন্য কোনটি সঠিক?
ক. কম তাপমাত্রা CO2 বিজারণ ঘটে
খ. CO2 এর কম ঘনত্বে গতিপথ চলবে
গ. ফটোরেসপিরেশন কম হয়
ঘ. খাদ্য উৎপাদন ক্ষমতা কম

২১. উদ্দীপকের উল্লিখিত চক্রটি শুধু বান্ডলশীথ ক্লোরোপ্লাস্টে সম্পন্ন হলে A উপাদানটি উৎস হল-
ক. ম্যালিক এসিড
খ. অক্সালোঅ্যাসিটিক এসিড
গ. পাইরুভিক এসিড
ঘ. ফসফোইনল পাইরুভিক এসিড

২২. নিচের কোনটি বড় দিনের উদ্ভিদ?
ক. মুলা
খ. টমেটো
গ. গোল আলু
ঘ. শিম

২৩. অক্সিনের বৈশিষ্ট্য-
ক. প্রোটিন ধর্মী জৈব যৌগ
খ. শুধু কাণ্ডের শীর্ষভাগে উৎপন্ন হয়
গ. কোষ প্রসারণে সহায়তা করে
ঘ. উৎপত্তিস্থল হতে ওপরে পরিবাহিত হয়

২৪.নিচের কোনটি ম্যানগ্রোভ ইকোসিস্টেমের উৎপাদক?
ক. সান ফার্ন
খ. টাইগার ফার্ন
গ. পাইন
ঘ. সেগুন

২৫. জলজ ইকোসিস্টেমের প্রাথমিক খাদক হল-
ক. Planaria খ. Pandorina
গ. Pediastrum ঘ. Pistia

২৬. মরুজ ক্রমাগমনের ৪র্থ পর্যায়ে পাওয়া যাবে।
ক. Croton খ. Cassia
গ. Cynodon ঘ. Colocasia

২৭. বাস্তুতন্ত্রের অজৈব উপাদান-
ক. পানি খ. বাতাস
গ. তাপঘ. সূর্যালোক

২৮. বংশগতির ভিত্তি হল-
i. ক্রোমোসোম ii. DNAiii. RNA
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. iiও iiiঘ. i, ii ও iii

২৯. ইমাস্কুলেশন হল-
ক. গর্ভপত্র সরিয়ে ফেলা
খ. পুংকেশর সরিয়ে ফেলা
গ. পুষ্পপুট সরিয়ে ফেলা
ঘ. পরাগরেণু সরিয়ে ফেলা

৩০. মেন্ডেল জন্মগ্রণহ করেন-
ক. ১৮২২ সালেখ. ১৮৪৩ সালে
গ. ১৮৫১ সালেঘ. ১৮৫৭ সালে

 
 

উত্তর নিজে চেষ্টা কর

 
উপরে