ঢাকা, শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট-০১

এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট-০১

20fours Education | আপডেট : ৩ এপ্রিল, ২০১৮ ১৬:২৯
এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট-০১

এইচএসসি পুর্ণাঙ্গ নৈর্ব্যাক্তিক প্রস্তুতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : মডেল টেস্ট-০১

১। ডেটাবেইস মানে হলো—
ক. উপাত্ত ঘাঁটি খ. উপাত্তবিন্যাস
গ. উপাত্ত সর্টিং ঘ. উপাত্ত সার্চিং

২। ডেটা টেবিলে Numeric ফিল্ড কী ধরনের?
ক. সংখ্যা খ. টেক্সট গ. বর্ণ ঘ. যুক্তিমূলক


৩। ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির ‘নাম’ কোন ধরনের ডেটা?
ক. Date/Time খ. Number গ. Text ঘ. Currency

৪। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেটাবেইস সফটওয়্যার
খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

৫। ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?
ক. ফিল্ড খ. রেকর্ড 
গ. ডেটাবেইস ঘ. ফাইল

৬। Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
ক. Create খ. Field name
গ. Field Size ঘ. Design View

৭। ডেটাবেইসের হেডিং বা শিরোনামকে কী বলা হয়?
ক. কলাম খ. সারি গ. ফিল্ড ঘ. রেকর্ড

৮। ডেটাবেইসের একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী হয়?
ক. কলাম খ. সারি গ. ফিল্ড ঘ. রেকর্ড

৯। Auto Number-এর অন্তর্ভুক্ত কোনটি?
ক. Integer খ. Data/Time
গ. Double ঘ. Serial No

১০। নিচের কোনটি ডেটাবেইস প্রোগ্রাম?
ক. ওরাকল খ. পাইথন গ. অ্যাডা ঘ. নোটপ্যাড

১১। নিচের কোনটি DBMS-এর উদাহরণ?
ক. MS DOS খ. MS EXCEL
গ. C++ ঘ. MS ACCESS

 

১২। বহুল ব্যবহূত ওরাকল (ORACLE) কী?
ক. ডেটাবেইস ব্যবস্থাপনা সফটওয়্যার
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. ডস অপারেটিং সিস্টেম
ঘ. ওয়ার্ড প্রসেসিং

১৩। বহুল ব্যবহূত MySQL একটি—
ক. ডেটাবেইস প্রোগ্রাম খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. সি++ প্রোগ্রাম ঘ. গ্রাফিক্স প্রোগ্রাম

১৪। ডেটাবেইস ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহূত ইন্টারফেস বা মাধ্যমকে বলা হয়—
ক. প্রজেক্ট খ. রিপোর্ট গ. ফর্ম ঘ. কুয়েরি

১৫। কোনটি ডেটাবেইসের উপাদান নয়?
ক. রেকর্ড খ. সিনটেক্স
গ. ম্যাক্রো ঘ. মডিউল

১৬। ডেটাবেইসে ডেটা এন্ট্রি করার জন্য কোনটি ব্যবহূত হয়?
ক. প্রজেক্ট খ. ফর্ম গ. মডিউল ঘ. কুয়েরি

১৭। Memo ব্যবহূত হয় কখন?
ক. সংখ্যা লিখতে খ. অক্ষর লিখতে
গ. বর্ণনামূলক লেখার জন্য ঘ. ছবি সংযোজনে

১৮। প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?
ক. লজিক্যাল খ. অটোনাম্বার
গ. ইউনিক বা স্বতন্ত্র ঘ. ক্রমানুযায়ী সাজানো
 
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জয় একটি কোম্পানির মালিক। তিনি সেই কোম্পানির একটা ওয়েবসাইট ডিজাইন করতে চান। এ জন্য তিনি
কয়েকজন ওয়েব প্রোগ্রামারের কাছে গেলেন এবং
সবাইকে ওয়েব ডিজাইন করতে বললেন।
১৯। HTML কোড লেখার জন্য আমরা ব্যবহার করতে পারি—
ক. নোটপ্যাড খ. এমএস ওয়ার্ড
গ. এমএস অফিস ঘ. পিএইচপি

২০। HTML-এর ট্যাগগুলো কী দ্বারা বেষ্টিত থাকে?
ক. () খ. {} গ. <> ঘ. [ ]


২১। ওয়েবসাইট ডিজাইনের সময় নিচের কোন বিষয়গুলো বিবেচনায় আনা উচিত নয়?
ক. সাইটটির ব্যবহারকারী
খ. হোস্টিং কোম্পানির অপারেটিং সিস্টেম
গ. ব্যবহারকারীদের ব্রাউজার
ঘ. সাইটটি তৈরির খরচ

২২। নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয়—
ক. <br> খ. <break> গ. <new_line> ঘ. <return>

২৩। ইন্টারনেটে সাবস্ক্রিপ্ট করতে ব্যবহূত হয়—
ক. <sup> খ. <p> গ. <sub> ঘ. <sb>

২৪। ইন্টারনেটে সুপারস্ক্রিপ্ট করতে ব্যবহূত হয়—
ক. <sup> খ. <p> গ. <sub> ঘ. <sb>

২৫। বাঁকা অক্ষরে মুদ্রিত করার জন্য ব্যবহার করা হয়—
ক. <em> খ. <italize> গ. <it> ঘ. <i>
 
উত্তর নিজে চেষ্টা কর
উপরে